Logo

নারীদের রান্নাঘরের সরঞ্জাম প্রস্তুত রাখতে বললেন মমতা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ ডিসেম্বর, ২০২৫, ১৭:০৮
6Shares
নারীদের রান্নাঘরের সরঞ্জাম প্রস্তুত রাখতে বললেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, এই প্রক্রিয়াকে অজুহাত করে সাধারণ মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে—বিশেষ করে নারী ভোটারদের।

বিজ্ঞাপন

কৃষ্ণনগরে এক জনসভায় তিনি বলেন, মা–বোনদের অধিকার কি তোমরা এসআইআরের অজুহাতে কেড়ে নেবে? ভোটের সময় দিল্লি থেকে পুলিশ এনে ভয় দেখাবে?

নারীদের উদ্দেশে মমতা আরও বলেন, যদি কারও নাম কেটে দেয়, তাহলে তোমাদের হাতে তো রান্নাঘরের সরঞ্জাম আছে—যেগুলো দিয়ে তোমরা প্রতিদিন রান্না করো। শক্তিও আছে। অন্যায় হলে কি তোমরা চুপ থাকবে? নারীরাই সামনে দাঁড়াবে, পুরুষরা থাকবে পেছনে।

বিজ্ঞাপন

নির্বাচন ঘিরে বিজেপির কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, বিজেপি অর্থবল ব্যবহার করে বাইরে থেকে লোক এনে বিভাজন ছড়ানোর চেষ্টা করছে। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, নারীরা নাকি বিজেপির শক্তি—আমি সেটা দেখতে চাই।

রবিবার কলকাতায় আয়োজিত গণ–ভগবত গীতা পাঠ কর্মসূচির সমালোচনা করে মমতা বলেন, বাড়িতে প্রয়োজন হলে আমরা গীতা পাঠ করি, কিন্তু সভা-সমাবেশ করে তা দেখানোর কি প্রয়োজন? ঈশ্বর থাকেন অন্তরে। মুসলমানরা যেমন অন্তর থেকে আল্লাহকে ডাকেন, তেমনি আমরা ঈশ্বরকে স্মরণ করি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রমজান হোক বা দুর্গাপূজা—আমরা সবাই একসঙ্গে প্রার্থনা করি। ধর্ম মানে পবিত্রতা, মানবতা আর শান্তি; সহিংসতা, বিভাজন বা বৈষম্য নয়।

মমতা জানান, রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো কোনো মহাপুরুষই মানুষকে বিভক্ত করেননি।

“তাহলে তোমরা কে?”—এ প্রশ্ন ছুড়ে দেন তিনি।

বিজ্ঞাপন

সূত্র: এনডিটিভি

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD