Logo

সৌদিজুড়ে চলছে ঝড়-বৃষ্টি, বন্যার সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ ডিসেম্বর, ২০২৫, ১৭:৪৬
6Shares
সৌদিজুড়ে চলছে ঝড়-বৃষ্টি, বন্যার সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর
ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া পরিস্থিতি দ্রুত উন্নতি না হলে বেশ কয়েকটি এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর (এনসিএম)।

বিজ্ঞাপন

আমিরাতভিত্তিক গালফ নিউজের তথ্যানুসারে, মক্কা, মদিনা, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ ও উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়েছে।

এছাড়াও হাইল, তাবুক, আল জৌফ এবং দক্ষিণ–পশ্চিমাঞ্চলেও মৃদু থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। কিছু এলাকায় বৃষ্টির পাশাপাশি ঘন কুয়াশাও দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

মরু-প্রবণ সৌদি আরবে এমন বৃষ্টি সাধারণত বিরল হলেও গত দুই–তিন বছরে একাধিকবার প্রবল ঝড়বৃষ্টি হয়েছে।

এনসিএম জানিয়েছে, লোহিত সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপই এই আবহাওয়ার জন্য দায়ী। লোহিত সাগরপাড় থেকে সৌদির বিভিন্ন অঞ্চলে ১৮ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে, যা ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে পারস্য উপসাগরেও ঝড়ো হাওয়া শুরু হয়েছে। সেখান থেকে সৌদির দক্ষিণাঞ্চলে ১০ থেকে ৩৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইছে।

বিজ্ঞাপন

সূত্র: গালফ নিউজ

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD