‘বাকি ক্রিকেটাররা নেশা করলেও করতে পারে, আমার স্বামী করে না’

ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং তার স্ত্রী রিভাবা জাদেজাকে নিয়ে সাধারণত ইতিবাচক আলোচনাই দেখা যায়। তবে সম্প্রতি রিভাবার একটি মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
বিজ্ঞাপন
গুজরাট সরকারের নবনিযুক্ত শিক্ষামন্ত্রী রিভাবা জনসভায় বক্তব্য দিতে গিয়ে এমন মন্তব্য করেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এক জনসভায় নেশাগ্রস্ততা ও কু-অভ্যাস নিয়ে কথা বলতে গিয়ে রিভাবা বলেন, “আমার স্বামী লন্ডন, দুবাই, অস্ট্রেলিয়ার মতো দেশে নিয়মিত যায়। কিন্তু আজ পর্যন্ত তাকে কোনো ধরনের নেশা করতে দেখিনি। দলের অন্য ক্রিকেটারদের নেশা থাকতে পারে, তা তাদের ব্যাপার। কিন্তু জাদেজা কোনোদিনই নেশা করেনি। ঘর থেকেও তাকে কেউ কিছু বলত না—কারণ ১২ বছর বয়সেই বাড়ি ছেড়েছে। অথচ নিজের সামাজিক দায়িত্বের জায়গা থেকে সে কখনো এসবের দিকে যায়নি।”
বিজ্ঞাপন
তার এই বক্তব্যকে ঘিরে এখন প্রশ্ন উঠেছে—তিনি কি ইঙ্গিত করছেন যে ভারতীয় দলের অন্য সদস্যরা নেশায় আসক্ত? তার কাছে কি এমন কোনো প্রমাণ আছে? এসব বিষয়ে রিভাবা এখনও কোনো ব্যাখ্যা দেননি।
এর আগে জাদেজা নিজেও দু’বার সমালোচনার মুখে পড়েছিলেন সোশ্যাল মিডিয়ার পোস্টকে কেন্দ্র করে।
কয়েক বছর আগে তামাক খাওয়ার একটি ছবি পোস্ট করায় তাকে সমালোচনা সহ্য করতে হয়। অনেকেই বলেছিলেন, এতে তরুণ ভক্তদের কাছে ভুল বার্তা যায়।
বিজ্ঞাপন
২০২২ সালে জনপ্রিয় ছবি পুষ্পা–র ধাঁচে মুখে বিড়ি বসানো একটি এআই–নির্মিত ছবি পোস্ট করায় আবারও বিতর্ক ছড়ায়। পরে তিনি পরিষ্কার করে লেখেন—ছবিটি গ্রাফিকসের সাহায্যে তৈরি এবং তিনি তামাক সেবনকে সমর্থন করেন না।
তবে এবার সমালোচনার কেন্দ্রবিন্দু জাদেজা নন, বরং তার স্ত্রী রিভাবা। ক্রিকেটভক্তদের একাংশ মনে করছেন, দায়িত্বশীল পদে থাকায় তার বক্তব্য আরও সতর্ক হওয়া উচিত ছিল। আবার কেউ কেউ বলছেন, স্বামীর প্রশংসা করতে গিয়ে তিনি অচেতনভাবে পুরো দলকে ঘিরেই বিতর্ক তৈরি করে ফেলেছেন।
বিজ্ঞাপন
এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বা জাদেজার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।








