মিয়ানমারের রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত ৩১

মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ক্ষমতাসীন সামরিক সরকারের বিমান বাহিনী। এতে অন্তত ৩১ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার সন্ধ্যায় রাখাইনের পশ্চিমাঞ্চলীয় জেলা এমরাউক-উ'র একটি হাসপাতালে এ হামলা চালানো হয়। ঘটনাস্থলে থাকা একজন স্বাস্থ্যকর্মী ওয়াই হুন অং এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।
ওয়াই হুন অং বলেন, এখানকার পরিস্থিতি খুব ভয়াবহ। এখন পর্যন্ত আমরা ৩১ জনের মরদেহ এবং ৬৮ জন আহত ব্যক্তিকে উদ্ধার করেছি। মনে হচ্ছে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, হামলার পর সারারাত উদ্ধার অভিযান চলেছে এবং এখনও চলছে। রাতে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।
এ ঘটনায় মন্তব্য জানতে এএফপি জান্তা সরকারের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো প্রতিক্রিয়া দেননি।
গত কয়েক মাস ধরে রাখাইন অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বুধবার রাতে দেওয়া এক বিবৃতিতে তারা হাসপাতালের ওপর হামলার ঘটনাটি স্বীকার করে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, আরাকান আর্মি বর্তমানে জান্তা সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এএ ও জান্তা বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। দেড় বছরের মাথায় আরাকানের বড় অংশ থেকে জান্তা বাহিনী ও তাদের অনুগত সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রায় পুরোপুরি হটিয়ে দিয়েছে এএ।
এদিকে, কয়েক মাস আগেই জান্তা সরকার ঘোষণা করেছে নির্বাচনের তফসিল। আগামী ২৮ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে আরাকান আর্মিসহ অন্যান্য জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি








