Logo

মস্কোতে বোমা বিস্ফোরণে দুই পুলিশসহ তিনজন নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ ডিসেম্বর, ২০২৫, ১৫:২৪
5Shares
মস্কোতে বোমা বিস্ফোরণে দুই পুলিশসহ তিনজন নিহত
ছবি: সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোর থানার বাইরে বোমা বিস্ফোরণে দুই পুলিশ সদস্য ও এক সাধারণ মানুষ নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৪ ডিসেম্বর) ভোরের দিকে ইয়েলেতস্কায়া সড়কে এই ঘটনা ঘটে।

রুশ তদন্ত কমিটির বরাতে জানা গেছে, থানার ও পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা এক সন্দেহভাজন ব্যক্তি বোমা বিস্ফোরণ ঘটান। এতে ২৪ এবং ২৫ বছর বয়সী দুই পুলিশ সদস্য নিহত হন।

বিজ্ঞাপন

২৫ বছরের পুলিশ সদস্যের স্ত্রী ও ৯ মাসের সন্তান রয়েছেন। পাশাপাশি গাড়ির কাছে থাকা আরও একজন ব্যক্তি প্রাণ হারান।

মস্কোতে দুইদিন আগে একই এলাকায় সেনাবাহিনীর জেনারেল ফানিল সারভারোভ গাড়ি বোমা হামলায় নিহত হন। হামলার পেছনে কে বা কারা আছে তা এখনও স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

সাধারণত এই ধরনের ঘটনায় ইউক্রেনের গোয়েন্দা সংস্থা রাশিয়ার ভেতরে হানা দেয় বলে খবরগুলোতে উল্লেখ আছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD