মস্কোতে বোমা বিস্ফোরণে দুই পুলিশসহ তিনজন নিহত

রাশিয়ার রাজধানী মস্কোর থানার বাইরে বোমা বিস্ফোরণে দুই পুলিশ সদস্য ও এক সাধারণ মানুষ নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (২৪ ডিসেম্বর) ভোরের দিকে ইয়েলেতস্কায়া সড়কে এই ঘটনা ঘটে।
রুশ তদন্ত কমিটির বরাতে জানা গেছে, থানার ও পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা এক সন্দেহভাজন ব্যক্তি বোমা বিস্ফোরণ ঘটান। এতে ২৪ এবং ২৫ বছর বয়সী দুই পুলিশ সদস্য নিহত হন।
বিজ্ঞাপন
২৫ বছরের পুলিশ সদস্যের স্ত্রী ও ৯ মাসের সন্তান রয়েছেন। পাশাপাশি গাড়ির কাছে থাকা আরও একজন ব্যক্তি প্রাণ হারান।
মস্কোতে দুইদিন আগে একই এলাকায় সেনাবাহিনীর জেনারেল ফানিল সারভারোভ গাড়ি বোমা হামলায় নিহত হন। হামলার পেছনে কে বা কারা আছে তা এখনও স্পষ্ট নয়।
বিজ্ঞাপন
সাধারণত এই ধরনের ঘটনায় ইউক্রেনের গোয়েন্দা সংস্থা রাশিয়ার ভেতরে হানা দেয় বলে খবরগুলোতে উল্লেখ আছে।








