Logo

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ ডিসেম্বর, ২০২৫, ১৮:৫৬
8Shares
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান
ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরের আগ্নেয় বলয়ে অবস্থিত তাইওয়ানে বুধবার (২৪ ডিসেম্বর) শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬.১ ধরা হয়েছে। কম্পনটি দেশটির দক্ষিণ-পূর্ব উপকূলীয় এলাকায় কেন্দ্রীভূত হলেও রাজধানী তাইপেইসহ বিস্তীর্ণ অঞ্চল কেঁপে উঠেছে।

বিজ্ঞাপন

তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

জিওলজিক্যাল রিপোর্ট অনুযায়ী, ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১১.৯ কিলোমিটার গভীরে এই কম্পন উৎপন্ন হওয়ায় স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

বিজ্ঞাপন

বিশ্বের বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি জানিয়েছে, তাদের ফ্যাক্টরিগুলোতে কম্পন অনুভূত হলেও পরিস্থিতি এমন পর্যায়ে যায়নি যে কর্মীদের সরিয়ে নিতে হবে।

কোম্পানিটি জানিয়েছে, তাদের কারখানাগুলো বিশেষ ভূমিকম্প-সহনশীল প্রযুক্তিতে তৈরি হওয়ায় উৎপাদন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়নি।

তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এটি ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন

ভূমিকম্পের পরে ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, প্রাণহানি বা বড় ধরনের ধ্বংসের কোনো খবর পাওয়া যায়নি। তবে দ্বীপবাসীদের মধ্যে ১৯৯৯ সালের ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি আবারও জেগে উঠেছে, যখন ২ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। ২০১৬ সালে এক বিধ্বংসী ভূমিকম্পে ১০০ জনের বেশি প্রাণ নষ্ট হয়েছিল।

বর্তমানে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি, তবে উপকূলীয় এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD