Logo

ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের প্রকাশ্যে যে আহ্বান জানাল সৌদি আরব

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০২৫, ১৬:৫৮
6Shares
ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের প্রকাশ্যে যে আহ্বান জানাল সৌদি আরব
ছবি: সংগৃহীত

ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) দেশটির সবচেয়ে বড় প্রদেশ হাদরামাউত এবং আল-মাহরা দখল করেছে। ডিসেম্বরের শুরুতে আকস্মিক সামরিক অভিযান চালিয়ে ইয়েমেনের সবচেয়ে তেলসমৃদ্ধ প্রদেশগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা।

বিজ্ঞাপন

তবে এসব অঞ্চলের দখল ছেড়ে দিতে এসটিসিকে প্রকাশ্যে আহ্বান জানিয়েছে সৌদি আরব।

হারদামাউত ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ এবং এটির সঙ্গে সৌদির বিশাল সীমান্ত রয়েছে।

বিজ্ঞাপন

এসটিসি নামের এই সশস্ত্র গোষ্ঠী ইয়েমেনকে দুই ভাগে ভাগ করতে চায়। তাদের দাবি, ১৯৯০ সালের আগে ইয়েমেন যেমন দুই ভাগ ছিল— এখন সেই আগের অবস্থাতেই ফিরে যেতে হবে।

এসটিসির যোদ্ধারা ওই দুটি প্রদেশে নিজেদের অবস্থান যখন শক্তিশালী করছিল তখন ভেতরে ভেতরে তাদের সরে যেতে বলছিল সৌদি। কিন্তু বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রকাশ্যে এই আহ্বান জানিয়েছে তারা।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “সৌদি আরব ইয়েমেনের সকল রাজনৈতিক দল ও গোষ্ঠীর মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করছে। একইসঙ্গে দেশটি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে এবং এমন কোনো পদক্ষেপ না নিতে অনুরোধ করেছে যা সেদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বিঘ্নিত করতে পারে; কারণ এর ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।”

বিজ্ঞাপন

ইয়েমেনের এসব অঞ্চলের নিয়ন্ত্রণে ছিল আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। কিন্তু এসটিসি এখন হঠাৎ করে অঞ্চলগুলো দখল করায় পরিস্থিতি খারাপ হয়ে গেছে। এসটিসি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ সরকার উভয়ই হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে কাজ করে। তবে এখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব হওয়ায় হুতিরা ওই অঞ্চল দখল করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে রাজধানী সানাসহ ইয়েমেনের বিশাল একটি অংশ হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। সৌদি কোনোভাবেই চায় না ইরান সমর্থিত হুতিরা পুরো ইয়েমেন দখল করুক। সূত্র: আলজাজিরা।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD