কাবায় আত্মহত্যা চেষ্টাকারীকে বাঁচিয়ে প্রশংসায় নিরাপত্তারক্ষী

সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফ সংলগ্ন মসজিদ থেকে আত্মহত্যা চেষ্টাকারীকে এক ব্যক্তিকে বাঁচিয়ে প্রসংশায় ভাসছেন নিরাপত্তারক্ষী রায়ান বিন সাঈদ বিন ইয়াহিয়া আল-আহমেদ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কাবায় আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। তখন নিচে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন রায়ান।
ওই ব্যক্তি যখন মসজিদ থেকে লাফ দেন তখন তাকে ধরে ফেলার চেষ্টা করেন রায়ান। এতে তিনি আহত হন। ওই সময় আত্মহত্যা চেষ্টাকারী ও তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিজ্ঞাপন
এই নিরাপত্তারক্ষীকে দেখতে শুক্রবার (২৬ ডিসেম্বর) হাসপাতালে যান সৌদির স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সউদ বিন নাঈফ। সেখানে তার উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
সামাজিকমাধ্যম এক্সে ওই ব্যক্তিকে বাঁচানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, লাফ দেওয়া ব্যক্তিকে ধরার সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষী রায়ানও মাটিতে পড়ে গেছেন। যদি তিনি তার হাত দিয়ে তাকে না আটকাতেন তাহলে ওই ব্যক্তি সেখানেই হয়ত মারা যেতেন। তাকে হাসপাতালে নেওয়া হলেও; তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।
এদিকে আত্মহত্যা চেষ্টাকারীর পরিচয় বা তিনি কোন দেশের নাগরিক এবং তার অবস্থা কেমন আছে এর কিছুই আর জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
কাবা শরীফ ইসলামের সবচেয়ে পবিত্রতম স্থান। সেখানে সবসময় বিশেষ নিরাপত্তা বাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যরা নিরাপত্তা দিয়ে থাকেন।
২০১৭ সালে এক সৌদির নাগরিক কাবায় নিজের শরীরে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু নিরাপত্তা বাহিনী তাকে ঠেকিয়ে দেয়।
বিজ্ঞাপন
শুধুমাত্র ২০১৮ সালে কাবা চত্বরে তিনজন আত্মহত্যা করেন। এছাড়া ২০২৪ সালেও এক ব্যক্তি লাফিয়ে পড়ে নিজেকে শেষ করে দেন। সূত্র: আরব নিউজ।








