Logo

মেক্সিকোয় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, নিহত ১৩

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ ডিসেম্বর, ২০২৫, ১২:১৩
1Shares
মেক্সিকোয় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, নিহত ১৩
ছবি: সংগৃহীত

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াক্সাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৯৮ জন। আহতদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, রবিবার (২৮ ডিসেম্বর) ওয়াক্সাকা রাজ্যের নিজান্দা শহরের কাছে ২৫০ জন যাত্রী বহনকারী একটি ট্রেন রেললাইন থেকে বিচ্যুত হয়ে পড়ে। সোমবার (২৯ ডিসেম্বর) এ দুর্ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়।

মেক্সিকোর নৌবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে ৯ জন ক্রুসহ মোট ২৫০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। এতে ১৩ জনের মৃত্যু নিশ্চিত হয় এবং আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের একটি অংশকে ছেড়ে দেওয়া হলেও ৩৬ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। সেখানে বলা হয়, হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর রেল বিভাগ ও রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।

এদিকে, মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ট্রেনটি কী কারণে লাইনচ্যুত হলো—তা নির্ধারণে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পেছনে যান্ত্রিক ত্রুটি, রেললাইনের অবস্থা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রশান্ত ও আটলান্টিক—দুই মহাসাগরের সংযোগকারী দেশ মেক্সিকো। এই দুই উপকূলীয় অঞ্চলের শহর ও বন্দরগুলোর মধ্যে যোগাযোগ জোরদার করতে ১৯৯৯ সালে সরকার ‘আন্তঃমহাসাগরীয় রেল’ নামের বিশেষ একটি রেল পরিষেবা চালু করে। এই রেলপথের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে মেক্সিকোর নৌবাহিনী। দুর্ঘটনাকবলিত ট্রেনটি এই আন্তঃমহাসাগরীয় রেল পরিষেবারই একটি অংশ ছিল।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD