Logo

চেনাব নদীর জলবিদ্যুৎ প্রকল্প ইস্যুতে ভারতকে সতর্ক করল পাকিস্তান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ জানুয়ারী, ২০২৬, ১২:৩৫
2Shares
চেনাব নদীর জলবিদ্যুৎ প্রকল্প ইস্যুতে ভারতকে সতর্ক করল পাকিস্তান
ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মিরের চেনাব নদীতে প্রস্তাবিত একটি জলবিদ্যুৎ প্রকল্পকে কেন্দ্র করে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি কড়া বার্তা দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সিন্ধু পানিবণ্টন চুক্তি লঙ্ঘন করে সিন্ধু ও এর সংশ্লিষ্ট নদীগুলোর ওপর কোনো ধরনের একতরফা নিয়ন্ত্রণ পাকিস্তান মেনে নেবে না।

বিজ্ঞাপন

চেনাব নদীর যে অংশটি জম্মু-কাশ্মিরের ভেতর দিয়ে প্রবাহিত, ভারতে সেটি চন্দ্রভাগা নামে পরিচিত। সম্প্রতি ভারতের পরিবেশ মন্ত্রণালয় জম্মু-কাশ্মিরের কিস্তওয়ার জেলায় চন্দ্রভাগা নদীর ওপর ২৬০ মেগাওয়াট ক্ষমতার দুলহস্তি স্টেজ-২ জলবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে।

গত ডিসেম্বরের শেষ দিকে পরিবেশ মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটির ৪৫তম বৈঠকে প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই প্রকল্পের জন্য টেন্ডার প্রক্রিয়াও ইতোমধ্যে শুরু হয়েছে। এ অবস্থাতেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করল পাকিস্তান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেন আন্দ্রাবি বলেন, ভারত চেনাব নদীর জম্মু-কাশ্মির অংশে দুলহস্তি স্টেজ-২ প্রকল্পের কাজ শুরু করেছে—এমন খবর তারা গণমাধ্যমে দেখেছেন। কিন্তু এ বিষয়ে ভারত এখন পর্যন্ত পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি, যা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি আরও বলেন, সিন্ধু পানিবণ্টন চুক্তিতে যে ‘সীমিত অনুমতি’ দেওয়া হয়েছে, ভারত যদি তার অপব্যবহার করে এবং চুক্তির শর্ত ভঙ্গ করে, তাহলে সেটি হবে গুরুতর লঙ্ঘন। পাকিস্তান বরাবরই আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পক্ষে থাকলেও, দেশের জাতীয় স্বার্থে আঘাত এলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘ ৯ বছরের আলোচনার পর বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর সিন্ধু নদীর পানি বণ্টন সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। সে সময় ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খানের মধ্যে করাচিতে এই চুক্তি সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

চুক্তি অনুযায়ী, পূর্বাঞ্চলের তিন নদী—বিপাশা (বিয়াস), ইরাবতী (রাভি) ও শতদ্রু (সতলেজ)—এর পানি ব্যবহারের পূর্ণ অধিকার পায় ভারত। অপরদিকে পশ্চিমাঞ্চলের সিন্ধু (ইন্দাস), চন্দ্রভাগা (চেনাব) ও বিতস্তা (ঝিলম) নদীর পানি ব্যবহারের অধিকার দেওয়া হয় পাকিস্তানকে।

তবে চলতি বছরের ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে সংঘটিত এক জঙ্গি হামলার ঘটনার পর ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়।

বিজ্ঞাপন

সূত্র : ডন, দ্য টেলিগ্রাফ

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD