গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার (স্থানীয় সময়) গভীর রাতে দেশটিতে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। হঠাৎ এই কম্পনে আতঙ্কিত হয়ে বহু মানুষ ঘুম ভেঙে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের সুরিগাও দেল সুর প্রদেশের হিনাতুয়ান শহরের বাকুলিন গ্রামের প্রায় ৬৮ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
অন্যদিকে, ফিলিপাইনের সরকারি ভূতত্ত্ব গবেষণা সংস্থা ফিভোল্কস জানায়, তাদের হিসাবে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৩ কিলোমিটার গভীরে। সংস্থাটি ভূমিকম্পের পর সম্ভাব্য আফটার শক বা পরবর্তী কম্পনের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
বিজ্ঞাপন
ভূমিকম্পের পরপরই হিনাতুয়ানসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হিনাতুয়ান শহরের প্রধান পুলিশ কর্মকর্তা জোয়ে মোনোতো রয়টার্সকে জানান, কম্পনটি খুব দীর্ঘস্থায়ী না হলেও অনেক মানুষ ভয় পেয়ে যান। মধ্যরাতে ঘুম ভেঙে বহু বাসিন্দা নিরাপত্তার জন্য রাস্তায় বেরিয়ে আসেন।
এখন পর্যন্ত এই ভূমিকম্পে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ইউএসজিএস ও ফিভোল্কস—উভয় সংস্থাই জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো ঝুঁকি নেই। পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
বিজ্ঞাপন
ভৌগোলিক অবস্থানের কারণে ফিলিপাইন ভূমিকম্পপ্রবণ একটি দেশ। এটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলের অন্তর্ভুক্ত, যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি ভূমিকম্প ও আগ্নেয়গিরির কার্যক্রম ঘটে। এ কারণে দেশটিতে প্রতি বছর একাধিক মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ভূমিকম্প বড় ধরনের ক্ষয়ক্ষতি না ঘটালেও জনগণের মধ্যে নতুন করে ভূমিকম্প নিয়ে উদ্বেগ তৈরি করেছে। কর্তৃপক্ষ আফটার শকের আশঙ্কায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।








