Logo

ইউক্রেন–রাশিয়া যুদ্ধ: যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিদেশীয় বৈঠকের প্রস্তুতি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ জানুয়ারি, ২০২৬, ১৫:৪৬
ইউক্রেন–রাশিয়া যুদ্ধ: যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিদেশীয় বৈঠকের প্রস্তুতি
ছবি: সংগৃহীত

২০২২ সালে রাশিয়া–ইউক্রেন দ্বন্দ্ব শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রথমবারের মতো একটি ত্রিদেশীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার, ২২ জানুয়ারি, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আলোচনায় বসবে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র—এ তথ্য শুক্রবার ভোরে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

ত্রিপক্ষীয় ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন ক্রেমলিনের কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাকভ। তিনি সাংবাদিকদের বলেন, গত বৈঠকটি সব দিক থেকেই ফলপ্রসূ ছিল এবং এখন আবুধাবিতে একটি নিরাপত্তা বিষয়ক কার্যকরী দলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়া নিয়ে সম্মতি দেওয়া হয়েছে। তবে বৈঠকের বিস্তারিত এ পর্যন্ত প্রকাশ করা হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এই ত্রিদেশীয় আলোচনা দুই দিন ধরে চলবে।

বিজ্ঞাপন

আবুধাবিতে অনুষ্ঠিতব্য আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলসহ স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার এবং রাশিয়ার প্রতিনিধিদল অংশ নেবে। রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন জেনারেল ইগর কোস্তিউকভ, যিনি রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ’র পরিচালক।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন থেকেই চলমান এই যুদ্ধে শান্তি প্রতিষ্ঠার জন্য চাপ দিয়েছে এবং কিয়েভ ও মস্কোর মধ্যে বারবার আলোচনা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বেও ২৮ দফা শান্তি প্রস্তাব উপস্থাপন করেন, যার মাধ্যমে যুদ্ধাবসানের পথ সন্ধান করার চেষ্টা করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, জেলেনস্কি আরও জানিয়েছেন যে, ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার দখলে থাকা ভূমির ভবিষ্যৎ অবস্থান এখনও চূড়ান্তভাবে নির্ধারণ হয়নি। দুই পক্ষই আলোচনায় ভূখণ্ড সংক্রান্ত ইস্যাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছে।

বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন যে, ইউক্রেনকে দোনেৎস্ক অঞ্চলের বাকি ২০ শতাংশ ভূমি রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে। তবে জেলেনস্কি এই দাবিটি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ২০২২ সাল থেকে দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধে যে অঞ্চলগুলো ইউক্রেন ধরে রেখেছে তা ছাড়ার কোনো প্রস্তুতি নেই।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD