পাকিস্তানে শপিং মলে অগ্নিকাণ্ড: নিহতের সংখ্যা বেড়ে ৬৭

পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৭ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) স্থানীয় সরকারের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ছয় দিন পার হওয়ার পরও তদন্তকারীরা এখনও সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি, গুল প্লাজায় আগুন লাগার কারণ কী ছিল।
বিজ্ঞাপন
মুখপাত্র জানিয়েছেন, এ পর্যন্ত ৬৭টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে এখন পর্যন্ত আটজনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে।
অন্যদিকে, নিখোঁজ স্বজনদের সন্ধানে ৫০টির বেশি পরিবার ডিএনএ নমুনা দিয়েছেন। উদ্ধার কার্যক্রমের ধীরগতির কারণে অনেক পরিবার ক্ষোভ প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
প্রাদেশিক সরকার ঘোষণা করেছে, নিহত প্রত্যেকের পরিবারকে ১ কোটি রুপি (প্রায় ৩৫ হাজার ৭২০ মার্কিন ডলার) করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া, প্রায় ১ হাজার ২০০ জন দোকানদারকেও ক্ষতিপূরণ দেওয়া হবে।
করাচির বাজার ও কারখানাগুলোতে দুর্বল অবকাঠামোর কারণে আগুন লাগার ঘটনা সাধারণ হলেও, এত বড় মাত্রার অগ্নিকাণ্ড বিরল ঘটনা। প্রাদেশিক সরকার শপিং মল ও বাজারগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা শক্ত করার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি








