Logo

নিজেকে স্বৈরশাসক বললেন ডোনাল্ড ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ জানুয়ারি, ২০২৬, ১৫:১৫
নিজেকে স্বৈরশাসক বললেন ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে (ডব্লিউইএফ) ভাষণ দেওয়ার পর এক অনুষ্ঠানে নিজেকে স্বৈরশাসকের সঙ্গে তুলনা করেছেন।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, “সাধারণত তারা বলে যে আমি একজন ভয়াবহ একনায়ক, হ্যাঁ আমি একজন স্বৈরশাসক। কিন্তু মাঝে মাঝে আপনাদের একজন একনায়কের প্রয়োজন হয়।” তিনি দাবি করেছেন, তার বক্তব্যগুলো রক্ষণশীল বা উদারপন্থী কোনো আদর্শ নয়, বরং সাধারণ জ্ঞান বা ‘কমন সেন্স’-এর ওপর ভিত্তি করে তৈরি।

এটি ট্রাম্পের প্রথমবার নয় যে তিনি নিজেকে একনায়কের সঙ্গে তুলনা করছেন। ২০২৫ সালের আগস্টে তিনি ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বলেছিলেন, অনেক আমেরিকান হয়তো একজন একনায়ককে পছন্দ করতে পারে, তবে তিনি নিজে একনায়ক হতে চান না।

বিজ্ঞাপন

ট্রাম্পের এমন আচরণ বিশ্বের অন্যান্য স্বৈরশাসকদের প্রতি তার প্রশংসাত্মক মন্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বারবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘শক্তিশালী ও বুদ্ধিমান নেতা’ হিসেবে অভিহিত করেছেন, এমনকি ২০২২ সালে ইউক্রেনে পুতিনের আক্রমণকেও প্রশংসা করেছিলেন।

তবে গ্রিনল্যান্ড দখল নিয়ে ট্রাম্প সাম্প্রতিক তীব্র উত্তেজনার পর সামরিক শক্তি প্রয়োগ বা শুল্ক আরোপের হুমকি থেকে কিছুটা পিছিয়ে এসেছেন। তিনি আর্কটিক অঞ্চলের এই দ্বীপ নিয়ে কাঠামোগত চুক্তির সম্ভাবনা দেখছেন।

বিজ্ঞাপন

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের ‘একনায়ক’ মন্তব্য এবং অনিশ্চিত পররাষ্ট্রনীতির কারণে ইউরোপীয় ও কানাডীয় নেতাদের মধ্যে এখনও সংশয় রয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD