Logo

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত: ১০ জনের মরদেহ উদ্ধার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ জানুয়ারি, ২০২৬, ১৫:৫৪
ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত: ১০ জনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের একটি প্রত্যন্ত পার্বত্য এলাকায় একটি এটিআর ৪২-৫০০ টার্বোপ্রপ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করেন। নিহতদের মধ্যে ৭ জন কেবিন ক্রু এবং ৩ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দুর্ঘটনায় পতিত উড়োজাহাজটি ছিল ইন্দোনেশিয়ার বেসরকারি বিমান পরিষেবা সংস্থা ইন্দোনেশিয়ান এয়ার ট্রান্সপোর্ট (আইএটি)–এর। গত ২৮ জানুয়ারি রোববার দুপুরে উড়োজাহাজটি রাজধানী জাকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েসি দ্বীপের মৎসম্পদ পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যে যাত্রা করে। এতে দেশটির মৎস্যসম্পদ মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তা ছিলেন।

উড্ডয়নের কিছুক্ষণ পরই, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে, আইএটির প্রধান কার্যালয়ের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই শুরু হয় অনুসন্ধান অভিযান।

বিজ্ঞাপন

দক্ষিণ সুলাওয়েসি দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দলের কর্মকর্তা অ্যান্ডি সুলতান জানান, শুক্রবার সকালে মারোস এলাকার বুরুসারাউং পর্বতের কাছাকাছি দুর্গম স্থানে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। দুর্ঘটনাস্থলটি রাজধানী জাকার্তা থেকে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ইন্দোনেশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD