Logo

আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ল যুক্তরাষ্ট্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ জানুয়ারি, ২০২৬, ১৮:১৭
আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটির মানবিক ও স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জানিয়েছে, সংস্থাটি থেকে ‘বিচ্ছিন্ন’ হওয়ার সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে ডব্লিউএইচও থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে ছিলেন।

বিজ্ঞাপন

প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পরই তিনি সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। তবে ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রথমদিনই তিনি এ বিষয়ে নির্বাহী আদেশ জারি করেন, যা আইনি ভিত্তি তৈরি করে যুক্তরাষ্ট্রকে সংস্থা থেকে বের হওয়ার সুযোগ দেয়।

আইন অনুযায়ী, বের হওয়ার আগে যুক্তরাষ্ট্রকে ডব্লিউএইচওকে এক বছরের নোটিশ দিতে হবে এবং সমস্ত পাওনা পরিশোধ করতে হবে। বর্তমানে সংস্থাটির কাছে যুক্তরাষ্ট্রের বকেয়া অর্থ ২৬০ মিলিয়ন ডলার। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, মার্কিনিরা সম্ভবত এই অর্থ পরিশোধ করবেন না।

বিজ্ঞাপন

ডব্লিউএইচওর এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, পাওনা অর্থ পরিশোধ না করা পর্যন্ত কার্যত যুক্তরাষ্ট্র সংস্থা থেকে বের হতে পারবে না। তবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্থ আদায়ের কোনও ক্ষমতা নেই।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মার্কিন সরকারের সব ধরনের অর্থায়ন বন্ধ করা হয়েছে, সংস্থায় কর্মরত ও দায়িত্বরত সমস্ত কর্মী ও ঠিকাদারদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া সংস্থার বিভিন্ন কমিটি, পরিচালনা পর্ষদ, শাসন কাঠামো ও কারিগরি ওয়ার্কিং গ্রুপে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অংশগ্রহণও বাতিল করা হয়েছে।”

বিজ্ঞাপন

এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করেছে, যা আন্তর্জাতিক স্বাস্থ্য কাঠামোর ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD