Logo

এই ১২ উপসর্গ দেখা দিলে সাবধান হন, হতে পারে হার্ট অ্যাটাক!

profile picture
জনবাণী ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৪৪
24Shares
এই ১২ উপসর্গ দেখা দিলে সাবধান হন, হতে পারে হার্ট অ্যাটাক!
ছবি: সংগৃহীত

হার্ট অ্যাটাককে অনেকেই হঠাৎ ঘটে যাওয়া প্রাণঘাতী ঘটনা বলে মনে করে থাকে অনেকেই। কিন্তু চিকিৎসাশাস্ত্রের মতে, এর অন্তত এক মাস আগে শরীর নীরবে বিভিন্ন সতর্ক বার্তা পাঠায়। এগুলোকে বলা হয় ‘প্রোড্রোমাল সিম্পটম’। সময়মতো সতর্ক হলে এবং চিকিৎসকের শরণাপন্ন হলে জীবন বাঁচানো সম্ভব হয়ে ওঠে।

বিজ্ঞাপন

সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, হার্ট অ্যাটাকের আগে অন্তত ১২টি সাধারণ উপসর্গ শরীরে দেখা যায়—

বুকে ব্যথা – প্রায় ৬৮% রোগীর ক্ষেত্রে

বুকে চাপ বা ভারী লাগা – ৪৪% রোগীর ক্ষেত্রে

বিজ্ঞাপন

হৃদস্পন্দনের গতি বেড়ে যাওয়া বা অনিয়মিত হওয়া

শ্বাসকষ্ট

বিজ্ঞাপন

বুকে জ্বালাপোড়া (অ্যাসিডিটির সঙ্গে গুলিয়ে ফেলার ঝুঁকি)

অকারণে ক্লান্তি (বিশেষ করে নারীদের মধ্যে বেশি দেখা যায়)

মাথা ঘোরা বা অস্থিরতা

বিজ্ঞাপন

বমি বমি ভাব বা পেটের সমস্যা

উদ্বেগ বা অজানা আতঙ্ক

ঘুমের সমস্যা (রাতে দম বন্ধ হয়ে আসা বা শ্বাসকষ্টে ঘুম ভাঙা)

বিজ্ঞাপন

পা বা গোড়ালি ফুলে যাওয়া

শরীরের অন্য অংশে ব্যথা (হাত, পিঠ, ঘাড় বা চোয়ালে)

নারী ও পুরুষের উপসর্গে পার্থক্য

বিজ্ঞাপন

চিকিৎসকদের মতে, নারীদের ক্ষেত্রে উপসর্গগুলো অনেক সময় ভিন্নভাবে দেখা দেয়—যেমন অতিরিক্ত ক্লান্তি, হজমের সমস্যা, পিঠে বা চোয়ালে ব্যথা ইত্যাদি। ফলে ভুল বোঝাবুঝি ও চিকিৎসা নিতে দেরি হওয়ার ঝুঁকি থাকে।

কেন আগে থেকে সংকেত দেয় শরীর?

বিজ্ঞাপন

হার্ট অ্যাটাকের মূল কারণ হলো হৃদপিণ্ডে রক্তপ্রবাহে বাধা। ধমনিতে প্লাক জমে ধীরে ধীরে ব্লকেজ তৈরি হয়, যা এক মাস আগে থেকেই উপসর্গ হিসেবে প্রকাশ পায়।

শেষ মুহূর্তে তীব্র সংকেত

হার্ট অ্যাটাকের ঠিক আগে তীব্র বুক ব্যথা, ঘেমে যাওয়া, শ্বাসকষ্ট, বুকে চাপ বা চোয়াল-পিঠে তীব্র ব্যথা দেখা দিতে পারে। এগুলো দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসা নিতে হবে।

বিজ্ঞাপন

চিকিৎসকরা বলছেন, হার্ট অ্যাটাক সবসময় হঠাৎ আসে না। তাই নিয়মিত বুক ব্যথা, অকারণে ক্লান্তি, ঘুমের সমস্যা বা শ্বাসকষ্টকে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই প্রাণ বাঁচানোর মূল উপায়।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD