Logo

এই গরমে কেমন হবে পূজার সাজ, জেনে নিন

profile picture
জনবাণী ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:১৩
28Shares
এই গরমে কেমন হবে পূজার সাজ, জেনে নিন
ছবি: সংগৃহীত

শরতের শুরু থেকেই চারদিকে শারদীয় দুর্গা পূজার আমেজ পাওয়া যায়। নীল আকাশ, ভোরে ঝরে পড়া শিউলি ফুল আর নদীর ধারের কাশফুল- এই সবকিছুর সঙ্গেই পূজার আনন্দ যোগ হয়। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়ে গেছে।

বিজ্ঞাপন

মূলত শুভ মহালয়া থেকে পূজার আনুষ্ঠনিকতা শুরু হয়ে থাকে। এরপর ষষ্ঠী থেকে শুরু হয়ে দশমীতে বিসর্জনের মাধ্যমে শেষ হয় পূজার আনুষ্ঠনিকতা। মণ্ডপে মণ্ডপে প্রতিমা দেখা, ঘোরাঘুরি, ঢাকের বোল, লুচি-পায়েশ, নাড়ু খাওয়া এসবের মধ্যে দিয়ে ভীষণ আনন্দে কেটে যায় এই পাঁচদিন। এই আনন্দমুখর দিনগুলোতে সবাই চান একটু বিশেষভাবে নিজেকে সাজাতে। পূজার এই পাঁচদিন কীভাবে সাজবেন, কেমন পোশাক বেছে নেবেন আসুন এক নজরে জেনে নিই, পূজার সাজের কিছু টিপস সম্পর্কে-

সকাল বেলার সাঝ

পূজার দিনের সকালের শুরুটা করতে পারেন সালোয়ার-কামিজ পরে। সঙ্গে হালকা সাজ, অবশ্যই চুল বাঁধার ধরনে স্বস্তিকে প্রাধান্য দিন। আবহাওয়া অনুযায়ী, এ সময় পনিটেইল, খোঁপা কিংবা বেণি করলে বেশি আরাম পাবেন। শারদীয় সাজের লুক পেতে চাইলে চুলে দুই-একটি ফুলও গুঁজে নিতে পারেন এ সময়।

বিজ্ঞাপন

দুপুর বেলা

দুপুরে সুতির পোশাকে নিজেকে সজীব ও স্নিগ্ধ রাখুন। চাইলে শাড়িও পরতে পারেন। পোশাকের সঙ্গে মানানসই হালকা মেকআপ করুন। ত্বকের সঙ্গে মিলিয়ে মেকআপ করার চেষ্টা করুন। হালকা রঙের লিপস্টিক ব্যবহার করুন। চুলে খোঁপা করে ফুল দিতে পারেন।

বিজ্ঞাপন

রাতের বেলা

রাতে একটু জমকালো সাজতে চাইলে বেছে নিন সিল্ক, কাতান, বেনারসি শাড়ি অথবা গাউন থ্রি-পিস। তবে রাতের সাজে প্রাধান্য দিতে পারেন ভারী মেকআপ। 

বিজ্ঞাপন

চোখের সাজে মোটা করে কাজল, মাশকারা, আইলাইনারে প্রাধান্য দিন। অথবা চোখে দিতে পারেন স্মোকি লুক। মনে রাখবেন, চোখের সাজ ভারী হলে ঠোঁটে লিপস্টিকের রং হালকা বেছে নিন। গালে হালকা গোলাপি ব্লাশন দিতে পারেন।

রাতে সূর্যের তাপ না থাকায় চুল খোলা রাখতে পারেন। শাড়ির সঙ্গে মিলিয়ে চুলে ফুল, কপালে টিপ ও হাতে চুড়ি পরতে পারেন। পোশাকের সঙ্গে মিল রেখে পরতে পারেন মানানসই গয়নাও। 

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD