Logo

কলার প্রাকৃৃতিক গুণেই চুল হবে ঝলমলে, জেনে নিন সহজ টোটকা

profile picture
জনবাণী ডেস্ক
১ অক্টোবর, ২০২৫, ১৯:১৭
27Shares
কলার প্রাকৃৃতিক গুণেই চুল হবে ঝলমলে, জেনে নিন সহজ টোটকা
ছবি: সংগৃহীত

আমাদের ব্যস্ত জীবনে পার্লারে গিয়ে স্পা করার সময় কিংবা ইচ্ছে অনেক সময়ই তেমন হয়েই ওঠে না। আবার অনেকে অনেক টাকাপয়সা খরচ করেও দেখেন, কিন্তু চুল ফুরফুরে হচ্ছে না। ফলে মন খারাপ আর অস্বস্তির সাথে ঝামেলা বাড়ে। অথচ রান্নাঘরেই লুকিয়ে আছে এর ঘরোয়া সমাধান।

বিজ্ঞাপন

কলা শুধু শরীরের জন্য উপকারী নয়, বরং চুলের জন্যও এটি এক অসাধারণ প্রাকৃতিক উপাদান। চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা, মসৃণভাব ও ঘনত্ব আনতে কলার বিকল্প নেই। বিশেষ করে যখন এটি দই, মধু কিংবা অ্যালোভেরার সঙ্গে মিশে যায় তখন তৈরি হয় দারুণ কার্যকরী হেয়ার প্যাক। তাই খুব সহজে ঘরে বসেই আপনি পেয়ে যেতে পারেন স্পার মতো ফলাফল।

কলা ও দই

চুল মসৃণ ও নরম করার জন্য কলা ও দইয়ের জুটি অসাধারণ। একটি বাটিতে দুটি পাকা কলা ও পর্যাপ্ত দই ভালোভাবে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে নিন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। নিয়মিত সপ্তাহে অন্তত দুদিন ব্যবহার করলে উপকার মিলবে।

বিজ্ঞাপন

কলা ও মধু

চুলের সমস্যা দূর করতে কলা যেমন কার্যকর, তেমনি মধু যোগ হলে এর উপকারিতা আরও কয়েকগুন বেড়ে যায়। বিশেষ করে মাথার ত্বকের শুষ্কতা দূর করতে এটি দারুণ কাজ করে থাকে। এজন্য একটি পাকা কলা মিহি করে চটকে নিয়ে তাতে মধু মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে ১০ মিনিট পর্যন্ত রেখে দিন। শুকিয়ে এলে শ্যাম্পু করে ফেলুন। কয়েক দিনের মধ্যেই চুলে আসবে দৃশ্যমান পরিবর্তন।

বিজ্ঞাপন

কলা ও অ্যালোভেরা

ত্বকের মতো চুলের যত্নেও অ্যালোভেরা খুব জনপ্রিয় এক প্রাকৃৃতিক উপাদান। পাকা কলা চটকে তাতে দু চামচ অ্যালোভেরা মিশিয়ে নিন। এবার মিশ্রণটি চুলে লাগিয়ে ৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। কয়েক দিন ব্যবহার করলেই বুঝতে পারবেন চুলে এসেছে আলাদা চমক ও উজ্জ্বলতা। সূত্র: এই সময় অনলাইন

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

কলার প্রাকৃৃতিক গুণেই চুল হবে ঝলমলে, জেনে নিন সহজ টোটকা