Logo

বিশ্ব এইডস দিবস আজ

profile picture
জনবাণী ডেস্ক
১ ডিসেম্বর, ২০২৫, ১৪:০৩
9Shares
বিশ্ব এইডস দিবস আজ
ছবি: সংগৃহীত

আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে এইডস দিবস। মরণব্যাধি এইডস প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত ব্যক্তিদের প্রতি সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির লক্ষ্যেই প্রতি বছর ১ ডিসেম্বর এ দিবস পালন করা হয়। বাংলাদেশেও যথাযোগ্য কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপিত হচ্ছে।

বিজ্ঞাপন

২০২৫ সালের প্রতিপাদ্য “চ্যালেঞ্জ পেরিয়ে, নতুনভাবে এইডস প্রতিরোধ গড়ে তোলা”। এটি দেখায় যে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, যুদ্ধ, জলবায়ু দুর্যোগ এবং স্বাস্থ্য খাতে বাজেট সংকোচন এইডস মোকাবিলায় অগ্রগতিকে ধীর করেছে। তবে একই সঙ্গে এই প্রতিপাদ্য ভবিষ্যতের জন্য নতুন আশা জাগায়—প্রয়োজনীয় পদক্ষেপ নিলে আরও শক্তিশালী ও আধুনিক প্রতিরোধব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, রোগী শনাক্তের দিক থেকে ঢাকার পরে রয়েছে রাজশাহী বিভাগ। এর পরে চট্টগ্রাম বিভাগ। তবে সম্প্রতি সিরাজগঞ্জে অস্বাভাবিক হারে এইডস রোগী শনাক্ত হচ্ছে।

বিজ্ঞাপন

গত এক বছরে সেখানে ১৪৪ জন এইডস রোগী মিলেছে। যাদের ৯৮ শতাংশই সুঁই-সিরিঞ্জের মাদকসেবী।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রোগটির প্রতিরোধ সম্পর্কে ৯৫ ভাগ মানুষকে সচেতন করতে হবে। শনাক্ত হওয়া ৯৫ শতাংশ রোগীকে এআরটি সেন্টারের মাধ্যমে চিকিৎসার আওতায় আনতে হবে।

৯৫ ভাগ এআরটি সেবাগ্রহীতা রোগীর দেহে ভাইরাল লোড ৫০ কপি প্রতি মিলিলিটারের নিচে আনতে হবে। এ তিনটি অর্জন সম্ভব হলে রোগটির নিয়ন্ত্রণ সম্ভব।

বিজ্ঞাপন

দেশে বর্তমানে অনুমিত রোগীর সংখ্যা ১৪ হাজার ৬০০। তবে ১৯৮৯ থেকে ২০২২ সাল পর্যন্ত এইডস শনাক্ত হওয়া চিহ্নিত রোগীর সংখ্যা ৯ হাজার ৭০৮ জন। এ সময়ে মারা গেছেন ১ হাজার ৮২০ জন। বর্তমান প্রাদুর্ভাব হার: ০.০১%–এর কম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ রিপোর্ট জানায়, ২০২৪ সালের শেষে বিশ্বব্যাপী ৪ কোটি ৮ লাখ মানুষ এইচআইভি নিয়ে বেঁচে আছেন। ফলে অর্জন অনেক হলেও সামনে এখনও বড় চ্যালেঞ্জ বাকি রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD