Logo

পরোক্ষ ধূমপান শিশুদের জন্য কতটা ভয়াবহ, উঠে এলো গবেষণায়

profile picture
জনবাণী ডেস্ক
৮ ডিসেম্বর, ২০২৫, ১৪:১০
18Shares
পরোক্ষ ধূমপান শিশুদের জন্য কতটা ভয়াবহ, উঠে এলো গবেষণায়
ছবি এআই।

ধূমপান যে ক্ষতিকর—এ কথা সবাই জানে। কিন্তু অনেকেই বোঝেন না, নিজেরা ধূমপান না করলেও আশপাশের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে ঢুকে ভয়াবহ ক্ষতি করতে পারে। একে বলা হয় পরোক্ষ ধূমপান। নতুন গবেষণাগুলো দেখাচ্ছে, শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি অনেকের ধারণার চেয়েও বেশি মারাত্মক।

বিজ্ঞাপন

শিশুরাই সবচেয়ে ঝুঁকিতে

শিশুরা নিজেরা ধূমপান করে না, এটা সত্যি। কিন্তু তাদের অনেকেই বাসায়, পরিবারের সদস্যদের ধূমপানে, বা পাবলিক জায়গায় থেকে অনায়াসেই পরোক্ষ ধূমপানের শিকার হয়। এনডিটিভির সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, নতুন এক গবেষণায় দেখা গেছে—পরোক্ষ ধূমপান শিশুদের অসুস্থতার অন্যতম প্রধান কারণ। এর ফলে বিশ্বজুড়ে অনেক শিশুর মৃত্যু হচ্ছে, অনেকের স্থায়ী অক্ষমতাও দেখা দিচ্ছে।

বিজ্ঞাপন

এই গবেষণাটি ২০২৫ সালে পিয়ার-রিভিউ জার্নাল Respiratory Research–এ প্রকাশিত হয়েছে। গবেষকরা দেখেছেন, বিশ্বজুড়ে কত শিশু পরোক্ষ ধূমপানের শিকার হয়, সময়ের সঙ্গে এর কী পরিবর্তন হচ্ছে, এবং কী কারণে এই ঝুঁকি বাড়ছে, এসব বিষয়ে আগের ধারণার চেয়েও অনেক বেশি উদ্বেগের তথ্য সামনে এসেছে।

বৈশ্বিক চিত্র: অর্ধেক শিশু ঝুঁকিতে

গ্লোবাল ডেটায় পরোক্ষ ধূমপানের ভয়াবহ চিত্র, ৫০% শিশু পরোক্ষ ধূমপানের শিকার। ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজেস ২০২১’–এর তথ্য অনুযায়ী, প্রায় ৫০ শতাংশ শিশু কোনো না কোনোভাবে পরোক্ষ ধূমপানের শিকার। ১৯৯০ সালের পর থেকে এই এক্সপোজারের হার খুব একটা কমেনি। বরং জনসংখ্যা বৃদ্ধির কারণে সমস্যা আরও জটিল হয়েছে।

বিজ্ঞাপন

শিশুমৃত্যু ও শ্বাসতন্ত্রের রোগ

একটি গবেষণায় বলা হয়েছে, ২০১৯ সালে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর প্রায় ৭ শতাংশ এসেছে পরোক্ষ ধূমপানজনিত জটিলতার কারণে। এক বছরের কম বয়সী শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। দক্ষিণ এশিয়ায় এই ঝুঁকি কমছে খুব ধীরগতিতে।

পরোক্ষ ধূমপানের অন্য স্বাস্থ্যঝুঁকি

বিজ্ঞাপন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, ধূমপানের ধোঁয়ার মধ্যে বেড়ে ওঠা শিশুদের বৃদ্ধি কম হয় (বয়স অনুযায়ী উচ্চতা কম), এর পেছনে রয়েছে মা’-এর ধূমপান কিংবা জন্মের পর নিয়মিত পরোক্ষ ধোঁয়ার সংস্পর্শ। ২০২২ সালে বিশ্বজুড়ে প্রায় ১৫ কোটি শিশু স্বাভাবিক উচ্চতা থেকে কম উচ্চতায় বেড়েছে—যার একটি বড় কারণ পরোক্ষ ধূমপান।

আরও যে ক্ষতিগুলো হয়

  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, ধোঁয়ার মধ্যে বড় হওয়া শিশুদের মধ্যে দেখা যায়—

বিজ্ঞাপন

  • বয়স অনুযায়ী উচ্চতা কম হওয়া

  • দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ

  • হাঁপানি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়া

  • বিজ্ঞাপন

  • কানের সংক্রমণ

  • ফুসফুসের সক্ষমতা কমে যাওয়া

  • এমনকি আণবিক গবেষণা বলছে, পরোক্ষ ধূমপান শিশুদের ডিএনএ-এর পরিবর্তন ঘটায়, যা তাদের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়।

    বিজ্ঞাপন

    সমাধান কী? শিশুদের কীভাবে রক্ষা করবেন

    বিশেষজ্ঞদের মতে, পরোক্ষ ধূমপান কোনোভাবেই হালকা ঝুঁকি নয়। শিশুদের সুরক্ষায় করণীয়—

    বিজ্ঞাপন

    • বাসা, অফিস ও গাড়িসহ সব অভ্যন্তরীণ স্থান ১০০% ধূমপানমুক্ত রাখা

  • বিশ্বাসটা ভাঙতে হবে—জানালা খোলা বা ফ্যান চালানো যথেষ্ট নয়

  • শিশু ও গর্ভবতী নারীর কাছ থেকে দূরে গিয়ে ধূমপান করা

  • বিজ্ঞাপন

  • গর্ভাবস্থায় পরোক্ষ ধূমপান এড়ানো—এতে কম ওজনের শিশু ও অকাল জন্মের ঝুঁকি থাকে

  • জাতীয় স্বাস্থ্যনীতিতে পরোক্ষ ধূমপান সংক্রান্ত নজরদারি, সচেতনতা ও স্বাস্থ্য পরীক্ষা যুক্ত করা

  • পরোক্ষ ধূমপান শিশুদের জন্য একটি নীরব কিন্তু মারাত্মক হুমকি। বিশ্বজুড়ে অনেক জায়গায় ঝুঁকি কমলেও জনসংখ্যা বৃদ্ধি, সচেতনতার অভাব এবং দুর্বল নীতিমালার কারণে এখনও কোটি কোটি শিশু পরোক্ষ ধূমপানের ভয়াবহ প্রভাবের মধ্যে বড় হচ্ছে।

    বিজ্ঞাপন

    শিশুদের রক্ষা করার দায়িত্ব শুধু সরকারের নয়—পরিবার, প্রতিবেশী, স্কুল, অভিভাবক—সবার মিলেই এই বিপদ থেকে শিশুদের সুরক্ষিত রাখতে হবে।

    জেবি/এসডি
    Logo

    সম্পাদক ও প্রকাশকঃ

    মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

    ফোনঃ 02-44615293

    ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

    জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

    Developed by: AB Infotech LTD