Logo

খাঁটি খেজুরের গুড় চেনার সহজ উপায়, জেনে নিন

profile picture
জনবাণী ডেস্ক
১০ ডিসেম্বর, ২০২৫, ২০:৩৩
21Shares
খাঁটি খেজুরের গুড় চেনার সহজ উপায়, জেনে নিন
ছবি: সংগৃহীত

শীত এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় গুড়ের বিভিন্ন রকমের পদের উৎসব। রুটির সঙ্গে গুড়, দুধে গুড় বা পিঠায় গুড়ের স্বাদ অনেকেরই যেন প্রিয়। তবে বর্তমান বাজারে যে গুড় বিক্রি হচ্ছে, তার বেশিরভাগই চিনি ও রং মিশিয়ে তৈরি ভেজাল পণ্য। ফলে সঠিক পুষ্টিগুণ পাওয়া যাচ্ছে না। আসল খেজুরের গুড়ের মধ্যে রয়েছে প্রচুর পুষ্টিগুণ ও গুরুত্বপূর্ণ খনিজ, যা দেহের সুস্থতা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে থাকে।

বিজ্ঞাপন

পুরানো গুড় ব্যবসায়ী বলেন, “ভেজাল গুড় খেলে ডায়াবেটিস বাড়ার পাশাপাশি কোনো পুষ্টি পাওয়া যায় না। আসল গুড়ে থাকে আয়রন, ক্যালসিয়াম, পটাসিয়ামসহ বিভিন্ন পুষ্টি উপাদান।”

ঘরে বসে গুড়ের গুণাগুণ পরীক্ষা করার উপায়

১. পানি দিয়ে পরীক্ষা:

বিজ্ঞাপন

এক গ্লাস পরিষ্কার পানিতে গুড়ের একটি টুকরা দিয়ে দেখুন। আসল গুড় ধীরে ধীরে গলে পানি হালকা লালচে বা বাদামি হবে। আর ভেজাল গুড় দিলে পানিতে সাদা স্তর ভাসবে বা পানি দুধের মতো সাদা হয়ে যাবে।

২. ভিনেগার দিয়ে পরীক্ষা:

বিজ্ঞাপন

এক চামচ গুড়ের গুঁড়াতে চার-পাঁচ ফোঁটা ভিনেগার মিশিয়ে দেখুন। যদি ফেনা বা বুদবুদ ওঠে, তবে তা শতভাগ ভেজাল, কারণ এতে চিনি ও বেইকিং সোডা মেশানো থাকে। আসল গুড়ে কোনো বিক্রিয়া হয় না।

৩. রং, গঠন ও গন্ধ পরীক্ষা:

আসল গুড়ের রং গাঢ় কালচে-বাদামি, হাতে চটচটে হয়, ভাঙলে খসখসে শব্দ করে এবং গন্ধে হালকা ধোঁয়া-মাটির সুবাস পাওয়া যায়। ভেজাল গুড় সাদাটে, হলদেটে অথবা অতিরিক্ত চকচকে হয়, হাতে লাগে না এবং গন্ধহীন বা রাসায়নিক গন্ধ থাকতে পারে।

বিজ্ঞাপন

৪. স্বাদে পার্থক্য:

আসল গুড়ে মিষ্টির মধ্যে হালকা ঝাঁঝ বা তিতকুটে স্বাদ থাকে। ভেজাল গুড়ে শুধু চিনির মিষ্টি, কোনো ঝাঁঝ নেই। যদি নোনতা স্বাদ পেয়ে থাকেন, তা হলে গুড় ফেলে দেওয়া উত্তম।

বিজ্ঞাপন

৫. চাপ দিয়ে পরীক্ষা:

দুই আঙুল দিয়ে গুড় চেপে দেখুন। আসল গুড় নরম ও চটচটে হয়। ভেজাল গুড় সাধারণত শক্ত হয় এবং চাপলে গুঁড়া হয়ে যায়।

কেনার সময় সতর্কতা

বিজ্ঞাপন

গুড়ের দাম যদি খুব কম হয়, তবে সন্দেহ করা উচিত। গ্রাম থেকে আনানো আসল গুড়ে ছোট ছোট কালো দাগ বা রসের ছিবড়ে থাকে, যা আসলের পরিচায়ক। প্যাকেটের লেবেলে ‘খাঁটি খেজুর গুড়’ লেখা থাকলেও নিজে পরীক্ষা না করলে বাছাই কঠিন। তাই ক্রেতাদের সচেতন হতে হবে যেন ভেজাল গুড় থেকে বাঁচা যায়।

গুড়ের সঠিক ব্যবহার নিশ্চিত করে স্বাস্থ্যবান থাকার আহ্বান জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD