ট্রায়াল রুম হোক বা হোটেল, জেনে নিন গোপন ক্যামেরার খোঁজ

ছুটিতে হোটেলে থাকা কিংবা শপিংমলে ট্রায়াল রুম ব্যবহারের সময় গোপন ক্যামেরা নিয়ে উদ্বেগ এখন অনেকেরই। তবে কিছু সহজ কৌশল জানলে খুব সহজেই নিজে যাচাই করে নেওয়া সম্ভব—আপনার আশপাশে কোনো লুকানো ক্যামেরা আছে কি না।
বিজ্ঞাপন
রিফ্লেকশন পরীক্ষা করুন: স্মার্টফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ঘরের কোণা, আলমারি, দেয়ালের ঘড়ি, স্পিকার কিংবা টিভি রিমোটের মতো সন্দেহজনক জায়গায় আলো ফেলুন। গোপন ক্যামেরার লেন্সে আলো পড়লে ছোট ঝিলিক বা প্রতিফলন দেখা যেতে পারে।
ইনফ্রারেড আলো খুঁজুন: অনেক লুকানো ক্যামেরায় ইনফ্রারেড লাইট ব্যবহার করা হয়, যা খালি চোখে দেখা যায় না। ঘরের আলো নিভিয়ে ফোনের ক্যামেরা অন করে চারপাশ স্ক্যান করুন। যদি লালচে বা বেগুনি আলো দেখা যায়, তাহলে সতর্ক হওয়া প্রয়োজন।
আরও পড়ুন: বছরের শুরু কেন জানুয়ারি থেকে?
বিজ্ঞাপন
হিডেন ক্যামেরা শনাক্তকারী অ্যাপ ব্যবহার করুন: প্লে স্টোর বা অ্যাপ স্টোরে বিভিন্ন হিডেন ক্যামেরা ডিটেকশন অ্যাপ পাওয়া যায়। এসব অ্যাপ ফোনের সেন্সর ও ক্যামেরা ব্যবহার করে আশপাশের সন্দেহজনক ডিভাইস শনাক্ত করতে সাহায্য করে।
ওয়াই-ফাই নেটওয়ার্ক যাচাই করুন: অনেক গোপন ক্যামেরা ইন্টারনেটের মাধ্যমে কাজ করে। হোটেলের ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত হয়ে অচেনা বা সন্দেহজনক ডিভাইসের উপস্থিতি দেখলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন।
পোর্টেবল ডিটেকশন ডিভাইস ব্যবহার করুন: বাজারে ছোট আকারের পোর্টেবল হিডেন ক্যামেরা ডিটেক্টর পাওয়া যায়। নিয়মিত ভ্রমণকারীদের জন্য এগুলো কার্যকর একটি নিরাপত্তা সমাধান হতে পারে।
বিজ্ঞাপন
যদি কোনো ধরনের সন্দেহ তৈরি হয়, তাহলে দেরি না করে হোটেল কর্তৃপক্ষকে জানান। প্রয়োজনে রুম পরিবর্তন বা বিকল্প ব্যবস্থা নেওয়াই নিরাপদ।
ছুটির আনন্দ উপভোগ করতে হলে ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করা জরুরি। তাই সামান্য সতর্কতা ও সচেতনতা আপনাকে রাখতে পারে নিশ্চিন্ত ও নিরাপদ।








