Logo

বিজ্ঞাপন দেখাবে চ্যাটজিপিটি

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জানুয়ারি, ২০২৬, ১২:৩৫
বিজ্ঞাপন দেখাবে চ্যাটজিপিটি
ছবি: সংগৃহীত

কথোপকথনের প্রেক্ষাপটে বিজ্ঞাপন দেখানোর পরীক্ষামূলক উদ্যোগ নিতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি। যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্ক ও লগইন করা ফ্রি ব্যবহারকারীদের জন্য প্রাথমিকভাবে এই ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।

বিজ্ঞাপন

ওপেনএআই জানায়, ফ্রি সংস্করণের পাশাপাশি সদ্য চালু হওয়া মাসিক ৮ ডলারের ‘গো’ সাবস্ক্রিপশনেও বিজ্ঞাপন প্রদর্শিত হবে। তবে ২০ ডলারের ‘প্লাস’, ২০০ ডলারের ‘প্রো’ এবং করপোরেট ও ব্যবসায়িক গ্রাহকদের ক্ষেত্রে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না।

এর আগে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন সংযোজনের বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেছিলেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো গড়ে তুলতে বিপুল ব্যয়ের চাপের কারণে নতুন আয়ের উৎস খোঁজার দিকে ঝুঁকছে প্রতিষ্ঠানটি। ওপেনএআইয়ের তথ্যমতে, আগামী আট বছরে এআই অবকাঠামোয় প্রায় ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে তারা। এ ছাড়া ২০২৫ সালের শেষ নাগাদ বার্ষিক আয় ২০ বিলিয়ন ডলারে পৌঁছানোর প্রত্যাশাও ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

নতুন ব্যবস্থায় ব্যবহারকারীর প্রশ্নের উত্তরের নিচে ‘স্পনসরড’ লেবেলসহ বিজ্ঞাপন দেখানো হবে। তবে ওপেনএআইয়ের দাবি, এসব বিজ্ঞাপন চ্যাটজিপিটির মূল উত্তর বা তথ্যের নিরপেক্ষতায় কোনো প্রভাব ফেলবে না। ব্যবহারকারীদের আস্থা বজায় রাখাই তাদের অগ্রাধিকার বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গোপনীয়তা নিয়ে আশ্বাস দিয়ে ওপেনএআই বলেছে, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বা কথোপকথন বিজ্ঞাপনদাতাদের কাছে হস্তান্তর বা বিক্রি করা হবে না। পাশাপাশি চাইলে ব্যবহারকারীরা কথোপকথনের ভিত্তিতে বিজ্ঞাপন দেখানো বন্ধ করার সুযোগও পাবেন। স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও রাজনীতির মতো সংবেদনশীল ও নিয়ন্ত্রিত বিষয়ে আলোচনার ক্ষেত্রে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না।

বিজ্ঞাপন

তবে বিশ্লেষকদের মতে, ব্যক্তিগত কথোপকথনের প্রেক্ষাপটে বিজ্ঞাপন প্রদর্শনের বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। অনেক ব্যবহারকারী চ্যাটজিপিটিতে ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য শেয়ার করে থাকেন, যা নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। পাশাপাশি ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ পণ্যের বিজ্ঞাপন ঠেকাতে ওপেনএআইয়ের ওপর বাড়তি নজরদারির চাপও থাকবে বলে মনে করছেন তারা।

উল্লেখ্য, এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটাও তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটে ব্যবহারকারীদের কথোপকথনের তথ্য কাজে লাগিয়ে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনার কথা জানিয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD