ভুয়া ইমেইল আইডি খুলে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সাংবাদিক আমিনুল কবীর সুমনের নামে ভুয়া ইমেল আইডি খুলে অপপ্রচারে নেমেছে একটি চক্র। ওই আইডি থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টাসহ সরকারের কতিপয় উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর ইমেইল করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ১১ কর্মকর্তার নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। এই প্রতারণামূলক কর্মকাণ্ড মোকাবিলায় আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে বাংলা স্কুপ কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
ভুয়া ওই আইডি (aminul.sumon75@gmail.com) থেকে ইমেইলটি করা হয় মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯টা ৫৮ মিনিটে। মেইলে সংযুক্ত ছিল ডিপিডিসির নির্বাহী পরিচালকের পদ থেকে সোনা মনি চাকমাকে বদলির প্রজ্ঞাপণ, যা সোমবার (২৭ অক্টোবর) জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
ওই মেইলে সোনা মনি চাকমাকে দুর্নীতিপরায়ণ কর্মকর্তা আখ্যা দিয়ে তাঁকে বদলির সিদ্ধান্তে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে ডিপিডিসিতে কর্মরত ১১ জনের নাম উল্লেখ করে বলা হয়, এই 'দুর্নীতিবাজ' কর্মকর্তারা সোনা মনি চাকমাকে 'ম্যানেজ' করে পোস্টিং নিয়েছেন। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে ওই মেইলে উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে আমিনুল কবীর সুমন বলেন, অসৎ উদ্দেশ্যে আমার নামের শুরু ও শেষের অংশ ব্যবহার করে ওই ইমেইল আইডিটি খোলা হয়েছে। আমার পেশাগত সুনাম ক্ষুণ্ন করতে এবং বিভ্রান্তি ছড়াতেই এই আইডি থেকে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। আমি আইনের আশ্রয় নিয়েছি। দ্রুতই ওই চক্র ধরা পড়বে।
তিনি আরো বলেন, আমার নামে খোলা ভুয়া আইডি থেকে বিদ্যুৎ উপদেষ্টাসহ সংশ্লিষ্ট একাধিক কর্তৃপক্ষের কাছে মেইল করে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে, তাদের কারো সঙ্গেই আমার ব্যক্তিগত বা পেশাগত বিরোধ নেই। একজন সাংবাদিক হিসেবে অনিয়ম ও দুর্নীতির তথ্য পেলে তা পাঠকের কাছে তুলে ধরা আমার দায়িত্ব। এই দায়িত্ব পালনের কারণে কেউ কেউ ক্ষুব্ধ হতে পারে। আমাকে হেনস্তা করতে তারাই এ কাজ করেছে।
বিজ্ঞাপন
ওই ভুয়া আইডি থেকে পাঠানো কোন মেইল দেখে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন আমিনুল কবীর।








