Logo

মার্কেটে আগুন ঝুঁকি নিরসনে ফায়ার সার্ভিসের পরামর্শ

profile picture
জনবাণী ডেস্ক
১৭ এপ্রিল, ২০২৩, ১০:১৫
31Shares
মার্কেটে আগুন ঝুঁকি নিরসনে ফায়ার সার্ভিসের পরামর্শ
ছবি: সংগৃহীত

এছাড়া মার্কেটে ধুমপান ও গ্যাসে রান্না কয়েল জ্বালানো বন্ধ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

রাজধানী অন্যতম ক্রেতাপ্রিয় মার্কেট বঙ্গবাজারের পর পুড়েছে ঢাকা নিউ সুপার মার্কেট! এছাড়া সারাদেশে বেশ কয়েকটি মার্কেট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

এমন পরিস্থিতিতে দেশের সব শপিংমল ও মার্কেটগুলোত সারারাত নিজস্ব লোক মোতায়েন করার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। এছাড়া মার্কেটে ধুমপান ও গ্যাসে রান্না কয়েল জ্বালানো বন্ধ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৬ এপ্রিল) মার্কেট ও শপিংমলের অগ্নিঝুঁকি নিরসন এবং অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে প্রেস কনফারেন্সে একথা বলেন ফায়ারের পরিচালক (অপারেশন্স এন্ড মেইন্টেইনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী।  

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতরে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

তাজুল ইসলাম চৌধুরী বলেন, মার্কেটের ব্যবসায়ী ও মালিক সমিতিকে আমরা বলতে চাই, আপনারা মার্কেটের বিভিন্ন পয়েন্টে সারারাত নিজেদের লোক নিয়োগ দিন। এতে করে যে শুধু নাশকতা রোধ করা যাবে তা নয়; বর্তমানে দেশের তাপমাত্রা বেশি, যদি অতিরিক্ত তাপমাত্রার কারণে মার্কেটের কোনো দাহ্য পদার্থে আগুন লাগে তবে প্রাথমিকভাবে আগুন নেভানোর জন্য কাজ করতে পারবেন তারা।

বিজ্ঞাপন

এছাড়াও তিনি সারাদেশের মার্কেটগুলোতে যাতে রাতে থেকে ধূমপান, রান্না না করা হয় সেই নির্দেশনা দিয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD