Logo

প্রত্যাশার চেয়ে অনেক ভালো নির্বাচন হয়েছে: সিইসি

profile picture
জনবাণী ডেস্ক
৮ জানুয়ারী, ২০২৪, ০৯:২১
56Shares
প্রত্যাশার চেয়ে অনেক ভালো নির্বাচন হয়েছে: সিইসি
ছবি: সংগৃহীত

আমি এতটাও প্রত্যাশা করিনি

বিজ্ঞাপন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, প্রত্যাশার চেয়ে অনেক ভালো ভোট হয়েছে। আমি এতটাও প্রত্যাশা করিনি।

রবিবার (৭ জানুয়ারি) রাতে নির্বাচন ভবনে ফলাফল সংগ্রহ ও বুথ পরিদর্শনে এসে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

সিইসি বলেন, আমরা সেটিসফাইড কী সেটিসফাইড না সে বিষয়ে বলছি না। শুধু বলছি কোনো নির্বাচনে কোনো প্রকার সহিংসতা হয়নি এ জন্য আমরা সেটিসফাইড। আল্লাহর রহমতে একজনও নিহত হননি। আর মারামারির যে সহিংসতা সেটা খুব একটা ঘটেনি। দ্যাট ইজ অ্যা গুড নিউজ।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে বিরোধিতা ছিল। দ্যাট ওয়াজ অ্যা বিগ চ্যালেঞ্জ।  সেটাকে অতিক্রম করে ৪০ শতাংশ ভোট পড়েছে, তেমন সহিংসতা হয়নি, কারো মৃত্যু হয়নি এবং যেখানে কিছু কিছু অনিয়ম হয়েছে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। এদিক থেকে বলা যায় নির্বাচনটা মোটামুটি সুনিয়ন্ত্রিত ছিল।

বিজ্ঞাপন

গ্রহণযোগ্যতার বিষয়ে সিইসি বলেন, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচনের আয়োজন করে ফলাফলটা জনগণকে অবহিত করা। নির্বাচনটা কতটুকু গ্রহণযোগ্য হয়েছে কি হয়নি, এই মর্মে কোনো কর্তব্য নির্বাচন কমিশনের ওপর নেই। এটা জনগন বুঝবে গ্রহণযোগ্য হয়েছে কি না।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD