Logo

বিআইডব্লিউটিএ'র উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৮

profile picture
জনবাণী ডেস্ক
২২ জানুয়ারী, ২০২৪, ২২:১৯
47Shares
বিআইডব্লিউটিএ'র উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৮
ছবি: সংগৃহীত

রবিবার (২১ জানুয়ারি) গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়নের বসুরচর ও চরচার্ষী এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হামলার শিকার হয়েছেন পুলিশ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা-কর্মচারীরা।২ পুলিশ সদস্যসহ ৮ জন আহত হয়েছেন।

রবিবার (২১ জানুয়ারি) গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়নের বসুরচর ও চরচার্ষী এলাকায় এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিএ'র সদস্য মো. মোস্তফা, সাইফুল ইসলাম, মেডিকেল সদস্য মুন্সি আব্দুল্লাহ, ট্রাফিক সুপারভাইজার শহিদুল ইসলাম, শ্রমিক ইসমাইল, গজারিয়া থানার পুলিশ সদস্য মামুন রানা, আবদুল হাসেম ও আনসার কমান্ডার আনোয়ার আহত হয়েছেন। তারা গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বসুরচর মেঘনা নদীর তীর ঘেঁসে অবৈধভাবে নদী দখল করে একাধিক শিল্প  কারখানাসহ শতাধিক স্থাপনা গড়ে উঠেছে।রোববার সকালে বসুরচর লঞ্চঘাট থেকে দাউদকান্দি সেতু পর্যন্ত ২ কিলোমিটার এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে বেআইডব্লিউটিএ। উচ্ছেদ অভিযানে ছিলেন নারায়ণগঞ্জ জোনের নিবাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ও মেঘনা জানের উপ-পরিচালক শরীফ ইসলাম।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিএ'র মেঘনা জোনের উপ-পরিচারক শরীফ ইসলাম জানান,প্যাসিফিক শিল্প কারখানার অবৈধ দখল উচ্ছেদ শুরু করা হলে প্রতিষ্ঠানের শ্রমিকরা আমাদের উপর হামলা চালায়।এতে পুলিশ সদস্যসহ ৮ জন আহত হয়েছে। অভিযানে ব্যবহার করা ভেকুতে ক্রুটি দেখা দেওয়ায় অভিযান স্থগিত করা হয়েছে। 

বিজ্ঞাপন

গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব খান বলেন, উচ্ছেদ অভিযানের একপর্যায়ে প্যাসিফিক শিল্প কারখানার শ্রমিকরা ক্ষুব্ধ হয়। এটাকে কেন্দ্র করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ১৩ রাউন্ড গুলি ব্যবহার করা হয়েছে। এ ঘটনায় দুজন পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

বিআইডব্লিউটিএ'র উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৮