Logo

রামজান উপলক্ষে গাজায় ত্রাণ পাঠাল বাংলাদেশ

profile picture
জনবাণী ডেস্ক
১৩ মার্চ, ২০২৪, ২১:৫৩
71Shares
রামজান উপলক্ষে গাজায় ত্রাণ পাঠাল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ত্রাণের যত চালান গেছে, সেসবের মধ্যে এই চালানটি বৃহত্তম

বিজ্ঞাপন

পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে। এ উপলক্ষে ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য খাদ্য ও চিকিৎসাসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। 

মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংস্থা ‘আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউস’র মাধ্যমে এ ত্রাণ পাঠানো হয়েছে। বাংলাদেশ ছাড়াও আরও যে ৮টি দেশের ত্রাণ এই চালানে যুক্ত হয়েছে, দেশগুলো হলো— ইন্দোনেশিয়া, ভারত, যুক্তরাজ্য, সৌদি আরব, ফ্রান্স, চীন, কানাডা এবং জার্মানি।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে বিবৃতি দিয়ছে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউস। বিবৃতিতে বলা হয়, “গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ত্রাণের যত চালান গেছে, সেসবের মধ্যে এই চালানটি বৃহত্তম।” মিসরের গণমাধ্যম আরহামের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

এদিকে, আরহাম অনলাইনকে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটির মুখপাত্র আবদেল-আলিম কাশতা বলেছেন, “ত্রাণ পণ্যবাহী ট্রাকগুলো মিসরের উত্তর সিনাই থেকে রাফাহ সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে গাজায় প্রবেশ করবে।”

বিজ্ঞাপন

জানা যায়, ৭ অক্টোবর গাজায় যুদ্ধ বাধার পর থেকে রোজা শুরুর আগ পর্যন্ত মোট ৪ হাজার টন ত্রাণ ও মানবিক সহায়তা পণ্য পাঠিয়েছে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি।

বিজ্ঞাপন

গেল ৭ অক্টোবর ইসরাইলে সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে সামরিক-বেসামরিক ইসরাইলি ও বিদেশি নাগরিকসহ ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষকে হত্যা করে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। সেই সঙ্গে জিম্মি করে নিয়ে আসে ২৪০ জনকে।

বিজ্ঞাপন

অভূতপূর্ব সেই হামলার উত্তরে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বিমানবাহিনী এবং তার এক সপ্তাহ পর বিমানবাহিনীর সঙ্গে যোগ দেয় স্থল বাহিনীও। অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৩১ হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও প্রায় ৭২ হাজার।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD