Logo

আসন্ন কোরবাণীর ঈদে চাহিদার চেয়ে পশু বেশি

profile picture
জনবাণী ডেস্ক
১৭ মে, ২০২৪, ০৩:৪৫
112Shares
আসন্ন কোরবাণীর ঈদে চাহিদার চেয়ে পশু বেশি
ছবি: সংগৃহীত

বিপরীতে দেশে পশু আছে এক কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি

বিজ্ঞাপন

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান জানিয়েছেন, চলতি বছর ঈদুল আযহাতে এক কোটি ৭ লাখ ২ হাজার ৩৯৪টি পশুর চাহিদা রয়েছে। বিপরীতে দেশে পশু আছে এক কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি।

বৃহস্পতিবার (১৬ মে) প্রাণিসম্পদ অধিদপ্তরে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানি পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং কোরবানি পশুর পরিবহন নিশ্চিতকল্পে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় প্রাণিসম্পদমন্ত্রী বলেন, এ বছর ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি পশু কোরবানির জন্য প্রস্তুত আছে। যা গতবারের চেয়ে ৪ লাখ ৪৪ হাজার ৩৪টি বেশি। আর এক কোটি ৭ লাখ ২ হাজার ৩৯৪টি পশুর চাহিদা থাকতে পারে বলে আমরা ধারণা করছি।

তিনি বলেন, চলতি বছর সারাদেশে ৩ হাজার পশুর হাট বসবে। এরমধ্যে ঢাকা সিটি করপোরেশনে বসবে ২১টি হাট।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাইরে থেকে যাতে কোনো পশু না আসে, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। চোরাই পথে যাতে না আসে সে ব্যাপারেও আমরা যথেষ্ঠ সতর্ক আছি।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD