দিল্লি পৌঁছেছেন শেখ হাসিনা, যাবেন লন্ডনে

গাজিয়াবাদে সেনাবাহিনীর হিন্ডন এয়ারবাসে পৌঁছালে ভারতের সেনাবাহিনীর কর্মকর্তা তাকে স্বাগত জানান
বিজ্ঞাপন
ক্ষমতা থেকে পদত্যাগ করা শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবতরণ করেছে বলে দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডের লাইভে বলা হয়েছে। দেশটির স্থানীয় সময় ৫টা ৩৬ মিনিটে অবতরণ করে এই বিমান।
জানা যায়, নয়াদিল্লির কাছের গাজিয়াবাদে সেনাবাহিনীর হিন্ডন এয়ারবাসে পৌঁছালে ভারতের সেনাবাহিনীর কর্মকর্তা তাকে স্বাগত জানান। সেখান থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: দেশ ছেড়েছেন শেখ হাসিনা
বিজ্ঞাপন
এর আগে, সোমবার (৫ আগস্ট) বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা ছিলেন।
জেবি/এসবি