Logo

অবশেষে পদ ছাড়লেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লাকী

profile picture
জনবাণী ডেস্ক
১৩ আগস্ট, ২০২৪, ০১:২৫
48Shares
অবশেষে পদ ছাড়লেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লাকী
ছবি: সংগৃহীত

এমনকি দুর্নীতির অভিযোগ পেয়ে দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদও করেছে।

বিজ্ঞাপন

সরকার পতনের পর পরিবর্তনের ধাক্কায় এবার শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ ছাড়লেন লিয়াকত আলী লাকী। 

সোমবার (১২ আগস্ট) লিয়াকত আলী লাকী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রায় এক যুগ  ধরে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদে দায়িত্ব পালন করেছেন লিয়াকত আলী লাকী। গত ২০১১ সালে এই পদে দায়িত্ব পান তিনি। পরে গত ২০২৩ সালের ২৯ মার্চ সপ্তমবারের মতো তার বৃদ্ধি করা হয়। শিল্পকলা একাডেমির ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা। দায়িত্ব পালনকালে তিনি নানা কারণে সমালোচনার মুখে পড়েছেন। সাংস্কৃতিক অঙ্গনে এ নিয়ে ক্ষোভ তৈরি হয়। এমনকি দুর্নীতির অভিযোগ পেয়ে দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদও করেছে। 

বিজ্ঞাপন

বর্তমানে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিও লিয়াকত আলী লাকী। এছাড়া  এ পদে দায়িত্ব পালন করতে গিয়েও তিনি বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে “ঢাকা থিয়েটার” সে সময় ফেডারেশন থেকে বেরিয়ে আসে। এতে নাট্যকর্মীদের তোপের মুখে পড়েন তিনি। 

বিজ্ঞাপন

গেল বছর সাধারণ নাট্যকর্মীবৃন্দের ব্যানারে লাকীর অপসারণের দাবিতে সংস্কৃতিকর্মীদের আন্দোলন করতে দেখা গেছে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD