Logo

বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: শফিকুল আলম

profile picture
জনবাণী ডেস্ক
৮ জানুয়ারী, ২০২৫, ০৪:৫০
42Shares
বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: শফিকুল আলম
ছবি: সংগৃহীত

তবে সংস্কার বেশি চাইলে আরও ছয়মাসের মতো বেশি সময় আমাদের দিতে হবে

বিজ্ঞাপন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সংস্কার বেশি চাইলে আরও ছয়মাসের মতো বেশি সময় আমাদের দিতে হবে। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ দিয়েছে। সেই রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মধ্যে একটি জনআকাঙ্ক্ষা তৈরি করতে পেরেছি। আমরা দুটি ভোট অনুষ্ঠিত হবে। সংস্কার বেশি চাইলে আরও ছয়মাস বেশি সময় দিতে হবে।

প্রেস সচিব বলেন, আমরা দেশকে অনেক স্থিতিশীলতার মধ্যে নিয়ে আসতে পেরেছি। অর্থনীতি যে গতিতে এগোচ্ছিল সে হিসাবে বর্তমান রিজার্ভ থাকার কথা ছিল ২০ বিলিয়ন ডলারের মধ্যে। কিন্তু বর্তমানে তা আছে ২২ বিলিয়ন ডলারে। সে হিসাব মতে বলতে পারি আমরা ঘুরে দাঁড়িয়েছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শফিকুল আলম বলেন, আওয়ামী সরকার পতন এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের মানুষের মধ্যে আকাশচুম্বি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমরা তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, প্রেস উইং একটি হোয়াটস অ্যাপ গ্রুপ খুলেছে। সে গ্রুপে যারাই যুক্ত হতে আগ্রহী তাদেরকেই যুক্ত করা হচ্ছে। সরকারের প্রতিটি কাজের তথ্য জনগণকে জানাচ্ছে।

বিজ্ঞাপন

এমএল/ 

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD