Logo

সচিবালয়ে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ অনুশীলন

profile picture
জনবাণী ডেস্ক
৩০ জানুয়ারী, ২০২৫, ০৫:৫৪
26Shares
সচিবালয়ে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ অনুশীলন
ছবি: সংগৃহীত

প্রতিটি ফ্লোর হতে কিছু সংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে অনুশীলন করানো হয়

বিজ্ঞাপন

বাংলাদেশ সচিবালয়ের চার নম্বর ভবনে অগ্নিনির্বাপণের অনুশীলন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ের চার নম্বর ভবনে খাদ্য মন্ত্রণালয়; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; ভূমি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়; পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; উপ-পুলিশ কমিশনার (নিরাপত্তা)-এর কার্যালয় এবং ইডেন ভবন পণপূর্ত উপবিভাগ ১ ও ২ এর কার্যালয় বিদ্যমান। এ অনুশীলনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সিনিয়র সচিব, সচিবসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সচিবালয়ের চার নম্বর ভবনে কৃত্রিম ধোঁয়া সৃষ্টি করা হয় এবং আগুনের সাইরেন বাজানো হয়। তখন সকল কর্মকর্তা-কর্মচারী সুশৃঙ্খলভাবে ভবনের সিঁড়ি ব্যবহার করে নির্ধারিত অ্যাসেম্বলি পয়েন্টে ফ্লোর অনুযায়ী সারিবদ্ধভাবে দাঁড়ান। সবাই একত্রিত হলে একটি ড্রামে আগুন জ্বালিয়ে ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার করে আগুন নেভানোর পদ্ধতি দেখানো হয় এবং প্রতিটি ফ্লোর হতে কিছু সংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে অনুশীলন করানো হয়।

অনুশীলন শেষে ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেঃ কর্নেল মো. রেজাউল করিম এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বক্তব্য প্রদান করেন। সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ ফায়ার সার্ভিসের কার্যক্রমকে সাধুবাদ জানান এবং সকলকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, এ অনুশীলন নিশ্চয় আমাদের সচেতন করবে এবং অগ্নিকাণ্ডে আমাদের জীবন ও সম্পদ রক্ষায় অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, পর্যায়ক্রমে সচিবালয়ের প্রতিটি ভবনে অগ্নিনির্বাপণের অনুশীলন কার্যক্রম করা হবে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD