Logo

ভারতের পুশইন নিয়ে কঠোর বার্তা: নিরাপত্তা উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
৮ মে, ২০২৫, ০৬:১৫
68Shares
ভারতের পুশইন নিয়ে কঠোর বার্তা: নিরাপত্তা উপদেষ্টা
ছবি: সংগৃহীত

এভাবে পুশইন করাটা সঠিক প্রক্রিয়া নয় বলে সাফ সাফ বলে দেন তিনি

বিজ্ঞাপন

সীমান্তে ভারত যেভাবে পুশ ইন করছে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতের নাগরিককে পুশইন করেছে বিএসএফ। 

বুধবার (০৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। 

বিজ্ঞাপন

নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমরা প্রতিটি কেস আলাদা আলাদাভাবে নিরীক্ষণ করছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমাদের দেশের নাগরিক যদি কেউ হয়ে থাকেন, আর সেটা যদি প্রমাণিত হয়, তাহলে তাদের আমরা গ্রহণ করবো। তবে এটা ফরমাল চ্যানেলে হতে হবে। এভাবে পুশইন করাটা সঠিক প্রক্রিয়া নয় বলে সাফ সাফ বলে দেন তিনি।

বিজ্ঞাপন

খাগড়াছড়ি ও কুড়িগ্রাম জেলা সীমান্তে ভারত থেকে সেদেশের নাগরিকসহ লোকজনকে পুশইন করার বিষয়ে জানতে চাইলে ড. খলিলুর রহমান বলেন, আমরা এটা নিয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বুধবার (০৭ মে) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা এবং পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিককে পুশইন করেছে বিএসএফ। এ ছাড়া কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আরও ৩৬ জনকে পুশইন করা হয়েছে, যাদের রোহিঙ্গা বলে দাবি করছে বিএসএফ।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, বুধবার (৭ মে) রৌমারী উপজেলার কেন্দ্রীয় শাপলা চত্ত্বরে ভ্যানগাড়িতে করে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা ২৭ জনকে আটক করে। এ সময় সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় রৌমারী থানা পুলিশের হাতে দুজন আটক হয়। এরমধ্যে পুরুষ ২২ জন, নারী ৬ জন, শিশু দুজন।

রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, ভোররাতে রৌমারী বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আটককৃতদের পরিচয় যাচাই করছে বিজিবি।

বিজ্ঞাপন

এ ছাড়াও ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাটের নতুন বাজার নামাক স্থান থেকে ভোরে ১৪ জনকে আটক করে স্থানীয়রা। পরে স্থানীয় সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে কুড়িগ্রাম ২২ বিজিবির ভাওয়ালেরকুড়ি ক্যাম্পের সদস্যদের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়। এদেরর মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী এবং ৮ জন শিশু-কিশোরী রয়েছে। 

বিজ্ঞাপন

ভূরুঙ্গামারী উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ফজরের নামাজের পর নতুন হাটবাজারে ১৪ জনকে ঘোরাফেরা করতে দেখে মুসুল্লিরা। পরে তাদেরকে আমার বাড়িতে নিয়ে আসলে তাদের জিঙ্গাসাবাদ করলে জানান ভারতে থেকে তাদেরকে সীমান্ত দিয়ে পার করে দেয়া হয়েছে। তারা আরও জানান কয়েক বছর আগে রোহিঙ্গা ক্যাম্প হতে ভারতে গিয়ে ধরা পড়ে জেল খাটেন তারা। সাজা শেষ হলে তাদেরকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়।

বিজ্ঞাপন

রৌমারী সীমান্ত দিয়ে রোহিঙ্গা ও বাংলাদেশি আসার বিষয়টি নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তথ্য উপাত্ত সংগ্রহ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহাবুব-উল হক বলেন, তারা ভারত থেকে না অন্য কোথা থেকে এসেছে তা জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD