পরিবর্তন করে রাখা হচ্ছে বাংলাদেশ জেলের নাম

কারাগার ব্যবস্থাপনায় সংস্কার ও আধুনিকায়নের অংশ হিসেবে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’।
বিজ্ঞাপন
কারাগার ব্যবস্থাপনায় সংস্কার ও আধুনিকায়নের অংশ হিসেবে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’। এ বিষয়ে প্রস্তুত করা হয়েছে কারেকশন সার্ভিস অ্যাক্ট ২০২৫–এর খসড়া।
রবিবার এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এ তথ্য জানান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি বলেন, কারা কার্যক্রমকে আরও দক্ষ ও কার্যকর করতে সরকার নতুন জনবল নিয়োগের অনুমোদন দিয়েছে। ইতিমধ্যে জনবল সংকট কাটাতে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অতিরিক্ত দেড় হাজার জনবলের চাহিদা পাঠানো হয়েছে।
কারা মহাপরিদর্শক আরও জানান, বন্দিদের চিকিৎসা সেবার মান উন্নত করার জন্য নারায়ণগঞ্জে একটি কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বন্দিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, এমনকি তারা সরাসরি কারা মহাপরিদর্শককেও ফোন করে নিজেদের সমস্যা জানাচ্ছেন।
বিজ্ঞাপন
এএস








