পিলখানায় শুরু হয়েছে বিজিবি-বিএসএফ সম্মেলন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:১২ পিএম, ২৬শে আগস্ট ২০২৫


পিলখানায় শুরু হয়েছে বিজিবি-বিএসএফ সম্মেলন
ছবি: সংগৃহীত

রাজধানীর পিলখানায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন।


মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে বিজিবি সদর দপ্তরে সম্মেলনের উদ্বোধন হয়। চার দিনব্যাপী এ বৈঠক শেষ হবে আগামী ২৮ আগস্ট।


আরও পড়ুন: ইসরায়েলি আগ্রাসন বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার সময়: পররাষ্ট্র উপদেষ্টা


এর আগে সোমবার ঢাকায় পৌঁছায় বিএসএফ মহাপরিচালক শ্রী দালজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।


বিজিবি সূত্র জানিয়েছে, এ সম্মেলনে সীমান্ত হত্যা, অনুপ্রবেশ ও পুশইন রোধ, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধসহ সীমান্ত নিরাপত্তা জোরদার নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় অবকাঠামো নির্মাণ, নদী তীর রক্ষা, সীমান্ত নদীর পানির ন্যায্য ভাগ নিশ্চিতকরণ এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়ন নিয়ে যৌথ পদক্ষেপ গ্রহণের বিষয়ও আলোচনায় গুরুত্ব পাবে।


আরও পড়ুন: অধিকার নিশ্চয়তা পেলে মিয়ানমারে ফিরতে রাজি রোহিঙ্গারা: খলিলুর রহমান


এ ছাড়া ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী প্রচারণা থেকে সৃষ্ট সীমান্ত উত্তেজনা নিরসন এবং দুই দেশের সীমান্ত সম্পর্কিত অন্যান্য দ্বিপাক্ষিক ইস্যুতেও মতবিনিময় হবে। সম্মেলনে উভয় দেশের সীমান্ত-সম্পর্কিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন।


এএস