১২ তরুণ পাচ্ছেন ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’

সামাজিক উন্নয়ন ও নানামুখী অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার ১২ তরুণকে প্রদান করতে যাচ্ছে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’। পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে তাদের এ পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সচিব জানান, আগামী সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর শাপলা হলে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেবেন।
পুরস্কারপ্রাপ্তদের তালিকা অনুযায়ী-
যুব উন্নয়ন ও কর্মসংস্থান ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন বগুড়ার সুরাইয়া ফারহানা রেশমা, মাগুরার মো. আক্কাচ খান এবং নোয়াখালীর মো. জাকির হোসেন।
শিক্ষা, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও কারিগরি ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন ঝালকাঠির মো. খালেদ সাইফুল্লাহ ও গাইবান্ধার মো. শাহাদৎ হোসেন।
দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতা ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন পাবনার মো. দ্বীপ মাহবুব ও রাজশাহীর হাসান শেখ।
সমাজকল্যাণ ও জ্যেষ্ঠদের সেবায় পুরস্কার পাচ্ছেন লালমনিরহাটের মো. জামাল হোসেন, কক্সবাজারের নুরুল আবছার এবং রাজশাহীর মো. মুহিন (মোহনা)।
ক্রীড়া, কলা ও সংস্কৃতি ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন সাতক্ষীরার আফঈদা খন্দকার এবং বান্দরবানের উছাই মং মার্মা (ধুংরী হেডমন)।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রতিটি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি নগদ এক লাখ টাকা বা সমমূল্যের প্রাইজবন্ড, একটি সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র পাবেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন
