Logo

অনলাইন জুয়া ও প্রতারণা দমনে কঠোর হচ্ছে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:০৮
12Shares
অনলাইন জুয়া ও প্রতারণা দমনে কঠোর হচ্ছে সরকার
ছবি: সংগৃহীত

সরকার অনলাইন জুয়া, জালিয়াতি ও বিভিন্ন ধরনের প্রতারণার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী, সাইবার স্পেসে জুয়া খেলা, জুয়ার পোর্টাল বা অ্যাপ তৈরি ও পরিচালনা, খেলায় অংশগ্রহণ বা উৎসাহ দেওয়া -এসব কার্যক্রমকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধ্যাদেশে বলা হয়েছে, যদি কেউ অনলাইনে বা সাইবার প্ল্যাটফর্মে জুয়া খেলায় সম্পৃক্ত হয় (যেমন- পোর্টাল বা অ্যাপ তৈরি, পরিচালনা, খেলায় সহায়তা, বিজ্ঞাপন প্রচার বা উৎসাহ প্রদান) তাহলে তাকে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড ভোগ করতে হবে।

এছাড়া সাইবার স্পেস ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে অপরাধ করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ২০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হবে। একইভাবে প্রতারণার মাধ্যমে কোনো অপরাধ সংঘটিত হলে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা ৫০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে সাইবার অপরাধ দমনে নজরদারি বাড়িয়েছে। একই সঙ্গে সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD