কারাবন্দিদের সাজার মেয়াদ কমাতে যাচ্ছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকার দণ্ডপ্রাপ্ত কারাবন্দিদের সাজার মেয়াদ হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, বিশেষভাবে বয়স্ক এবং নারী বন্দিদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে। নারীদের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমিয়ে ২০ বছর করা হবে। তবে পুরুষ বন্দিদের জন্য মেয়াদ কিছুটা বেশি হতে পারে, যদিও তা এখনো নির্ধারণ করা হয়নি।
তিনি আরও জানান, আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশিক্ষণসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ সময় তিনি সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের পক্ষে-বিপক্ষে আন্দোলনের প্রসঙ্গ তুলে বলেন, ফরিদপুরে অবরোধের কারণে সাধারণ মানুষের ভোগান্তি হয়েছে। বিকেলের মধ্যে অবরোধ না তুললে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করে তা সরিয়ে দেবে বলেও সতর্ক করেন তিনি।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন
