Logo

প্রথম চালানে ৩৭ টনের ইলিশ গেল ভারতে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২১
44Shares
প্রথম চালানে ৩৭ টনের ইলিশ গেল ভারতে
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা সামনে রেখে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। এর অংশ হিসেবে প্রথম চালানে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করে। আটটি ট্রাকে করে এসব ইলিশ ভারতের পেট্রাপোল বন্দরে পৌঁছায়।

বিজ্ঞাপন

বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বন্দর সূত্র জানায়, কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান প্রথম চালানের এসব ইলিশ আমদানি করেছে। প্রতিষ্ঠানগুলো হলো- ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল এবং আর জে ইন্টারন্যাশনাল।

বিজ্ঞাপন

অপরদিকে বাংলাদেশ থেকে ছয়টি প্রতিষ্ঠান এই চালানে অংশ নিয়েছে। তারা হলো- সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস ট্রেডার্স ও লাকী ট্রেডিং।

যদিও ইলিশ রপ্তানি সাধারণত নিষিদ্ধ, তবে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকার বিশেষ অনুমতি দিয়েছে। এবার মোট ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে ৩৭টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠানকে ৩০ টন করে মোট ৭৫০ টন, ৯টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে ৩৬০ টন এবং দুটি প্রতিষ্ঠানকে ২০ টন করে মোট ৪০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আগামী ২৮ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গজুড়ে শুরু হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর আগেই পদ্মার ইলিশ সেখানকার বাজারে পৌঁছে যাবে, যা পূজার আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD