Logo

শারদীয় দুর্গাপূজা ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসে দীর্ঘ ছুটি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫১
75Shares
শারদীয় দুর্গাপূজা ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসে দীর্ঘ ছুটি
ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে টানা ১২ দিনের ছুটি থাকছে।

বিজ্ঞাপন

শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর (রবিবার) থেকে ৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজাসহ একাধিক ধর্মীয় উৎসব উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।

তবে এর আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা অতিরিক্ত দুদিন ছুটি পাবেন।

বিজ্ঞাপন

ছুটির তালিকা অনুযায়ী, ২ অক্টোবর বিজয়া দশমী, ৪ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজ দাহম, ৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা এবং ৬ অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হবে। যদিও লক্ষ্মীপূজা ঐচ্ছিক ছুটি হিসেবে উল্লেখ আছে, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এ ছুটি কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জানিয়েছে, অনুমোদিত ছুটির তালিকা অনুসারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠান এই সময়সূচি অনুসরণ করবে। তবে বিশ্ববিদ্যালয়গুলো তাদের ছুটির সময়সূচি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করবে, যেহেতু এগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

অন্যদিকে, সরকারি দপ্তরেও থাকছে টানা চারদিনের ছুটি। ১ ও ২ অক্টোবর দুর্গাপূজার ছুটি, আর ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটির কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ছুটি ভোগ করবেন।

শিক্ষার্থী থেকে শুরু করে চাকরিজীবী- সবাইকে নিয়ে শারদীয় দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশ এবার আরও দীর্ঘ ছুটিতে প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD