ব্যাগভর্তি টাকা নিয়ে পালিয়েছে কিছু লোক: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অভিযোগ করেছেন, পতিত সরকারের সময়ে ব্যাংক ও আর্থিক খাতে ভয়াবহ লুটপাট হয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘‘কিছু লোক আক্ষরিক অর্থে ব্যাগভর্তি টাকা নিয়ে ব্যাংক থেকে পালিয়ে গেছে।’’
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভিডিও কলে আলাপের সময় তিনি এ মন্তব্য করেন। ওয়াশিংটন ডিসি থেকে ভার্চুয়ালি যুক্ত হন আইএমএফ প্রধান।
আলোচনায় বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে কথা হয়।
বিজ্ঞাপন
এ সময় ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, ‘‘ড. ইউনূস দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, এবং এর কৃতিত্ব তাঁরই।’
তিনি আরও উল্লেখ করেন, ‘‘খুব অল্প সময়ে অনেক বড় পরিবর্তন এসেছে। যখন দেশের অর্থনীতি ভয়াবহ ঝুঁকির মুখে ছিল, তখন আপনি দায়িত্ব নিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।’’ বিশেষ করে বৈদেশিক মুদ্রাবাজারের স্থিতিশীলতা, রিজার্ভ পুনরুদ্ধার এবং বাজারভিত্তিক বিনিময় হার প্রবর্তনের প্রশংসা করেন আইএমএফ প্রধান।
বিজ্ঞাপন
ড. ইউনূস বলেন, ‘‘আমরা একটি বিধ্বস্ত অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। ব্যাংকিং খাত পুনর্গঠন ও অভ্যন্তরীণ রাজস্ব আয় বৃদ্ধির জন্য সরকার ইতোমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে।’’ পাশাপাশি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, সংকটকালে আইএমএফের সহায়তা বাংলাদেশকে পুনরুদ্ধারের পথে নিয়ে এসেছে।
প্রধান উপদেষ্টা আরও জানান, সরকার সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের অঙ্গীকার করেছে। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের পর তিনি তাঁর আগের কাজে ফিরে যাবেন।
বিজ্ঞাপন
কথোপকথনে আঞ্চলিক ইস্যুগুলো নিয়েও আলোচনা হয়। এর মধ্যে ছিল নেপালের যুব আন্দোলন, আসিয়ানভুক্তির প্রতি বাংলাদেশের আগ্রহ এবং আঞ্চলিক যোগাযোগ জোরদারে ঢাকা থেকে নতুন বন্দর ও টার্মিনাল নির্মাণের উদ্যোগ।
আলোচনাকালে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।