বায়ুদূষণে শীর্ষে সাও পাওলো, ঢাকার অবস্থান কত?

বিশ্বের প্রধান শহরগুলোর বায়ুমান সূচকে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার তথ্য অনুযায়ী ঢাকার বাতাসের মান ছিল ৭০। এই সূচক ‘সহনীয়’ পর্যায়ে পড়ে। ফলে ১২৫ শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল ২৬তম।
বিজ্ঞাপন
তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক বায়ুমান পরিমাপক সংস্থা আইকিউএয়ার।
তালিকার শীর্ষে রয়েছে ব্রাজিলের বৃহত্তম নগরী সাও পাওলো। শহরটির একিউআই স্কোর ২২৩, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
দ্বিতীয় স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা (স্কোর ১৫৭), তৃতীয় স্থানে মিসরের রাজধানী কায়রো (১৫৩) এবং চতুর্থ স্থানে পাকিস্তানের লাহোর (১৫১)।
বিজ্ঞাপন
আরও পড়ুন: দেশের চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা
একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘সহনীয়’, ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠী’র জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ১৫১ থেকে ২০০ হলে তা সবার জন্য অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
প্রতিদিন প্রকাশিত এই সূচক একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সে সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। একই সঙ্গে মানুষের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কেও সতর্ক করে।