Logo

২৮ সেপ্টেম্বর থেকে নির্বাচন সংক্রান্ত সংলাপ শুরু করছে ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:৩৯
11Shares
২৮ সেপ্টেম্বর থেকে নির্বাচন সংক্রান্ত সংলাপ শুরু করছে ইসি
ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের জানান, সংলাপের প্রথম ধাপে শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। ইসির অনুমোদনের পর তাদের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। তিনি আনঅফিসিয়ালি জানিয়েছেন, ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপের কাজ শুরু হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, সংলাপের আলোচনায় অংশ নেবে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞরা। পূজা ও ছুটির দিনগুলোর কথা বিবেচনা করে ধাপে ধাপে আলোচনা হবে।

ইসি সূত্র জানায়, সংলাপের এক সপ্তাহ থেকে ১০ দিন আগে অংশগ্রহণকারীদের চিঠি পাঠানো হবে। প্রথম পর্যায়ে সুশীল সমাজ, নারী সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এদিকে, সম্প্রতি কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, নির্বাচনের রোডম্যাপে চলতি মাসের শেষ দিকে সংলাপে বসার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। পাশাপাশি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শেষ করার লক্ষ্য নিয়েছে কমিশন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD