Logo

টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:২৬
16Shares
টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যু
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে ফায়ার ফাইটার শামীম আহমেদ মৃত্যুবরণ করেছেন। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, শামীমের শরীরে ১০০ শতাংশ দগ্ধ ছিল। একই ঘটনায় তিনজন আহত চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া উইংয়ের তালহা বিন জসিম জানান, মাগরিবের নামাজের পর ফায়ার সার্ভিস সদর দপ্তরে শামীমের জানাজা অনুষ্ঠিত হবে।

শামীম আহমেদ ২০০৪ সালে ফায়ার সার্ভিসে যোগদান করেন। তিনি নেত্রকোনা জেলার বাসিন্দা এবং তিন সন্তানের জনক ছিলেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD