Logo

বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে যা নিয়ে আলোচনা করলেন প্রধান উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:১৬
39Shares
বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে যা নিয়ে আলোচনা করলেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

মঙ্গলবার নিউইয়র্কে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি চুরি হওয়া তহবিল উদ্ধারে সহায়তা এবং চট্টগ্রাম বন্দরের সংস্কার ও আধুনিকীকরণে বিশ্বব্যাংকের সহযোগিতা চান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে তারা ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক উত্তরণ, রাজস্ব ও ব্যাংকিং খাতের সংস্কার, আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ এবং এশিয়ার যুবসমাজের ক্রমবর্ধমান রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন। এছাড়া কোটি কোটি ডলারের চুরি হওয়া সম্পদ উদ্ধারের বিষয়েও বিশেষভাবে আলাপ হয়।

বিজ্ঞাপন

অজয় বঙ্গ অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, গত ১৪ মাসে তার দায়িত্বশীল ভূমিকার কারণে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ইতিবাচক ধারায় এগোচ্ছে। অন্যদিকে, অধ্যাপক ইউনূস বাংলাদেশের ইতিহাসের এ গুরুত্বপূর্ণ সময়ে বিশ্বব্যাংকের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “চট্টগ্রাম বন্দর এই অঞ্চলের প্রবৃদ্ধির মূল চাবিকাঠি। নেপাল, ভুটান এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চল একটি আধুনিক বন্দর থেকে উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে। আসুন একসাথে উন্নয়নের পথে এগিয়ে যাই।”

বিজ্ঞাপন

এসময় অজয় বঙ্গ ব্যাংকিং ও আর্থিক খাতে শক্তিশালী সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। তার মতে, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এসব সংস্কার অপরিহার্য।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD