Logo

নভেম্বর থেকে চার মাসের জন্য পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:৫১
35Shares
নভেম্বর থেকে চার মাসের জন্য পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন
ছবি: সংগৃহীত

আগামী নভেম্বর থেকে সীমিত আকারে চার মাসের জন্য সেন্টমার্টিন দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীতে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় পর্যটনবিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সচিব নাসরীন জাহান জানান, আগামী ১ নভেম্বর থেকে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটককে সেন্টমার্টিনে প্রবেশের সুযোগ দেওয়া হবে। এজন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে, যা জাহাজ চলাচলের সঙ্গে সমন্বয় করা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, “প্রথম দুই মাস শুধুই দিনের ট্যুর চালু থাকবে। এরপরের দুই মাস রাতে থাকার সুযোগ দেওয়া হবে। তবে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটকই যেতে পারবেন। ফেব্রুয়ারি পর্যন্ত এই নিয়মে কার্যক্রম চলবে।”

পর্যটন সচিব আরও জানান, দ্বীপের প্রবাল ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের জন্য আচরণবিধি প্রণয়ন করা হয়েছে। “যদি দেখি পর্যটকেরা নিয়ম মানছে, প্লাস্টিক কম ব্যবহার করছে, প্রবালের ক্ষতি করছে না, তখন ধাপে ধাপে সময় বাড়ানো হবে।”

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, শুধু সেন্টমার্টিন নয়, দেশের সব পর্যটন এলাকায় ভ্রমণকারীদের জন্য আচরণবিধি প্রণয়ন করা হয়েছে। মূল লক্ষ্য হলো দেশি পর্যটকদের জন্য ভ্রমণকে নিরাপদ, আনন্দদায়ক ও সাশ্রয়ী করা।

বিজ্ঞাপন

এছাড়া বিদেশি পর্যটকদের ভিসা ও নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, ভিসা সংক্রান্ত বড় কোনো জটিলতা নেই। তবে অবকাঠামো ও লজিস্টিকসহ অন্যান্য সমস্যা রয়েছে। “সামগ্রিক উন্নয়ন ঘটলেই পর্যটন খাতও এগিয়ে যাবে।”

সচিব নাসরীন জাহান বলেন, পর্যটন খাতের সুনির্দিষ্ট তথ্য সংরক্ষণের জন্য ডেটা সেন্টার চালুর কাজ চলছে। ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে বিভিন্ন উদ্দেশ্যে ছয় লাখেরও বেশি বিদেশি পর্যটক এসেছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

নভেম্বর থেকে চার মাসের জন্য পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন