জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে গেজেট প্রকাশ পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করতে চায়। এ সময় ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত নির্বাচনী কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করবে দলটি।
বিজ্ঞাপন
এর পাশাপাশি নির্বাচনকালীন সময় সার্বিক পরিবেশ ও প্রক্রিয়া পর্যবেক্ষণ ও মূল্যায়ন করবে ইউরোপীয় ইউনিয়ন। এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন (ইসি) এবং ইইউর মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া চলছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইইউর প্রাক-নির্বাচনী বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বিজ্ঞাপন
তিনি বলেন, সব পর্যবেক্ষক একসঙ্গে আসবেন না, বরং ধাপে ধাপে দলগতভাবে আসবেন। একটি অ্যাসেসমেন্ট টিম ইতোমধ্যে আমাদের সঙ্গে বৈঠক করেছে এবং বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা চেয়েছে। সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাও হবে।
আখতার আহমেদ আরও জানান, ইইউ প্রতিনিধি দল জানতে চেয়েছে ভোটকেন্দ্রে ঢোকার নিয়ম, গোপন কক্ষে প্রবেশের সুযোগ, এবং ভোট গণনার সময় উপস্থিত থাকার বিষয়গুলো নিয়ে। তারা তফসিল ঘোষণার পর থেকে গেজেট প্রকাশ পর্যন্ত পুরো নির্বাচনী প্রক্রিয়া নিজ চোখে দেখতে চায়।
বিজ্ঞাপন
তিনি যোগ করেন, টিমটি ভোটার তালিকা হালনাগাদসহ কমিশনের প্রস্তুতিতে সন্তুষ্টি প্রকাশ করেছে। নতুন ভোটার অন্তর্ভুক্তির বিষয়টি তাদের কাছে প্রশংসনীয় লেগেছে। বৈঠকে জানানো হয়, অদূর ভবিষ্যতে আরও একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে।








