Logo

এলপিজির দাম ১ হাজার টাকার মধ্যে থাকা উচিত: জ্বালানি উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর, ২০২৫, ১১:৩৩
16Shares
এলপিজির দাম ১ হাজার টাকার মধ্যে থাকা উচিত: জ্বালানি উপদেষ্টা
ছবি: সংগৃহীত

দেশের স্বল্পমেয়াদি জ্বালানি সংকট মোকাবিলায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম নিয়ন্ত্রণকে অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফওজুল কাবির খান।

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমানে একটি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২০০ টাকার বেশি হওয়ায় সাধারণ ব্যবহারকারী ও শিল্প খাত উভয়ই চাপে পড়ছে। অথচ সিলিন্ডারের দাম সর্বোচ্চ ১ হাজার টাকার মধ্যে থাকা উচিত।

রবিবার (১২ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশে এলপিজি : অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা’ শীর্ষক পলিসি কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, “এলপিজির সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন দাম। ১২০০ টাকার সিলিন্ডার অনেক জায়গায় ১৪০০–১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এই পরিস্থিতিতে মূল্য নিয়ন্ত্রণ, লজিস্টিক উন্নয়ন এবং বেসরকারি খাতের কার্যকারিতা বাড়ানো এখন সময়ের দাবি।”

তিনি আরও যোগ করেন, “দায়িত্বশীল ব্যবসায়িক মনোভাব ছাড়া দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।”

ফওজুল কাবির খান জানান, দেশের প্রাথমিক জ্বালানি সংকট কোনো আকস্মিক ঘটনা নয়; বরং এটি পরিকল্পিতভাবে তৈরি একটি অবস্থা।

বিজ্ঞাপন

তিনি বলেন, “কিছু ক্ষমতাসীন রাজনীতিক ও ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য বিদ্যুৎ উৎপাদন ও গ্যাস সরবরাহ পরিকল্পনায় গ্যাসের চাহিদাকে উপেক্ষা করা হয়েছে। এর ফলে শিল্প ও গৃহস্থালিতে বিপুলসংখ্যক অবৈধ সংযোগ তৈরি হয়েছে।”

তিনি আরও জানান, দেশের স্থানীয় গ্যাস উৎপাদন প্রতিবছর প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট কমছে, অথচ নতুনভাবে মাত্র ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হচ্ছে। এই ঘাটতি পূরণে এলএনজি আমদানি করা হচ্ছে, যদিও এর উচ্চমূল্য নিয়ে সমালোচনা রয়েছে।

বিজ্ঞাপন

ফওজুল কাবির খান বলেন, “এলএনজি আমদানিতে দীর্ঘমেয়াদি প্রক্রিয়া প্রয়োজন হয়। তাই স্বল্পমেয়াদি জ্বালানি সংকট মোকাবিলায় এলপিজি একটি কার্যকর বিকল্প হতে পারে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

এলপিজির দাম ১ হাজার টাকার মধ্যে থাকা উচিত: জ্বালানি উপদেষ্টা